ডিএসইতে লেনদেন সাতশ কোটি
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (২০ ডিসেম্বর) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে এদিন লেনদেনের পরিমাণ বেড়েছে। লেনদেন সাতশ কোটি টাকার ঘরের কাছাকাছিতে অবস্থান করেছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে লেনদেন পরিমাণ। এদিন দুই স্টকে বেড়েছে বাজার মূলধন।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, আজ বুধবার ডিএসইতে ৬৮৯ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন ছিল ৫২১ কোটি ৮৪ লাখ টাকা। অপরদিক এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৭৪ হাজার ১৩৫ কোটি ৬৮ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল সাত লাখ ৭৪ হাজার ৫৫ কোটি ছয় লাখ টাকার শেয়ার।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৬১ দশমিক ৯৮ পয়েন্টে। ডিএস-৩০ সূচক দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৯৯ দশমিক ৪৪ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৬৭ দশমিক ৪৪ পয়েন্টে।
ডিএসইতে এদিনে লেনদেন হওয়া ৩৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৮৫টির ও কমেছে ৮২টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১৭৯টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে অলিম্পিক এক্সেসরিজের শেয়ার। কোম্পানিটির ৪৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৪১ কোটি ৪৮ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ২৮ কোটি ৭০ লাখ টাকা, প্যাসিফিক ডেনিমসের ২৬ কোটি ৩৩ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের ২৫ কোটি ৯ লাখ টাকা, ইভেন্স টেক্সটাইলের ২০ কোটি ৯৫ লাখ টাকা, বিডি থাইয়ের ১৫ কোটি ৩৫ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১৪ কোটি ৪৫ লাখ টাকা, বিচ হ্যাচারির ১৪ কোটি ৪২ লাখ টাকা এবং এশিয়ান টাইগার সন্ধানি লাইফ গ্রোথের ১২ কোটি ৪৯ লাখ টাকার মেয়ার কেনাবেচা হয়েছে।
সিএসইতে বুধবার ১৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ১৯ কোটি ৩৯ লাখ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৬৯ হাজার ৫২৮ কোটি ৬৮ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল সাত লাখ ৬৯ হাজার ৪৬৫ কোটি ছয় লাখ টাকা। প্রধান সূচক সিএএসপিআই ৮ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭১ দশমিক ৭২ পয়েন্টে। সিএসই৫০ সূচক এক দশমিক শূন্য পাঁচ পয়েন্ট, সিএসই৩০ সূচক আট দশমিক ৬৩ পয়েন্ট, সিএসসিএক্স সূচক পাঁচ দশমিক ১২ পয়েন্টে এবং সিএসআই সূচক দশমিক ৫২ পয়েন্ট বেড়েছে।
সিএসইতে লেনদেন হওয়া ১৯৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৭টির, কমেছে ৫২টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৯৯টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনিক হোটেলের দুই কোটি ৭৫ লাখ টাকা, ড্যাফোডিল কম্পিউটার্সের এক কোটি ৯৪ লাখ টাকা, অলিম্পিক এক্সেসরিজের এক কোটি ৪৮ লাখ টাকা, সিনোবাংলার এক কোটি ৪৩ লাখ টাকা, নাভানা ফার্মার ৭৯ লাখ টাকা, ইভেন্স টেক্সটাইলের ৭৭ লাখ টাকা, একমি পেস্টিসাইডসের ৭০ লাখ টাকা, আরএন স্পিনিংয়ের ৬২ লাখ টাকা, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ৫৬ লাখ টাকা এবং লার্ফাজহোলসিমের ৫১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।