প্রধান সূচকের উত্থান, লেনদেনসহ বেড়েছে মূলধনও
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) প্রধান সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে এদিন লেনদেনের পরিমাণ বেড়েছে।
দুই স্টকে বেড়েছে বাজার মূলধন। উভয় স্টকে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ার দর কমার চেয়ে বেড়েছে বেশি।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ডিএসইতে ৪৬০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস রোববার লেনদেন ছিল ৪১২ কোটি পাঁচ লাখ টাকা। অপরদিক এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৭৩ হাজার ৩৫৮ কোটি ৬৮ লাখ টাকা। গত রোববার বাজার মূলধন ছিল সাত লাখ ৭৩ হাজার ১৮২ কোটি ৩৫ লাখ টাকা।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৪৫ দশমিক ২৪ পয়েন্টে। ডিএসইএস সূচক এক দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৬৫ দশমিক ৭২ পয়েন্টে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ১ দশমিক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৮৭ দশমিক ৬৩ পয়েন্টে।
ডিএসইতে এদিনে লেনদেন হওয়া ৩৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯০টির এবং কমেছে ৬৯টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১৭৯টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ২৯ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি থাইয়ের ২০ কোটি সাত লাখ টাকা, সি পার্ল বিচের ১৯ কোটি ৯৪ লাখ টাকা, অলিম্পিক এক্সেসরিজের ১৭ কোটি ৬৪ লাখ টাকা, ১ম প্রাইম ফান্ডের ১৬ কোটি ৬১ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের ১৫ কোটি ৯১ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ১৩ কোটি ৪৯ লাখ টাকা, ইন্ট্রাকোর ১০ কোটি ৫৮ লাখ টাকা, কহিনূরের ১০ কোটি ৩৫ লাখ টাকা এবং মেঘনা লাইফের ৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।
সিএসইতে আজ মঙ্গলবার ১৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ছয় কোটি ৪ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৬৮ হাজার ৭৭৭ কোটি ৭৪ লাখ টাকা। আগের কার্যদিবস গত রোববার বাজার মূলধন ছিল সাত লাখ ৬৮ হাজার ৩২৬ কোটি ৬৬ লাখ টাকা। প্রধান সূচক সিএএসপিআই ১৩ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫২১ দশমিক ১৭ পয়েন্টে। সিএসই৩০ সূচক পাঁচ দশমিক ৪৬ পয়েন্ট, সিএসসিএক্স সূচক আট দশমিক ৭৫ পয়েন্টে এবং সিএসআই সূচক দুই দশমিক ৪১ পয়েন্ট বেড়েছে। এ ছাড়া সিএসই৫০ সূচক দশমিক ৫২ পয়েন্ট কমেছে।
সিএসইতে লেনদেন হওয়া ২০৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৪টির, কমেছে ৪৬টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১০০টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিনো বাংলা। সিনো বাংলার কোটি ৪৫ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের এক কোটি আট লাখ টাকা, পাওয়ার গ্রিডের এক কোটি চার লাখ টাকা, লার্ফাজহোলসিমের ৯৪ লাখ টাকা, বিডি থাইয়ের ৬২ লাখ টাকা, নাভানা ফার্মার ৫৮ লাখ টাকা, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ৫৬ লাখ টাকা, জেএমআই হাসপাতালের ৪১ লাখ টাকা, অলিম্পিক এক্সেসরিজের ৩৯ লাখ টাকা এবং বেক্সিমকোর ৩০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।