পুঁজিবাজার নিয়ে গুজব সৃষ্টিকারীদের প্রতিহত করুন : বিএসইসি চেয়ারম্যান
পুঁজিবাজারে মিথ্যা বা গুজবের আশ্রয় নিয়ে যদি কেউ দেশ ও বিনিয়োগকারীদের ক্ষতি করেন, তাদেরকে প্রতিহত করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে পুঁজিবাজারের গভর্নেন্স আরও কঠোর হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ঢাকা ক্লাবে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএসইসি চেয়ারম্যান।
এবারের সিএমজেএফ-সিএমএসএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ফখরুল ইসলাম। অন্য দুটি ক্যাটাগরিতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পান বাংলাভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক গোলাম মইনুল আহসান ও অর্থসংবাদ ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক জাকির সিকদার।
সাংবাদিকদের উদ্দেশে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘আমরা আরও ভালো রিপোর্ট চাই। আমরা পুঁজিবাজারে গুজব চাই না। এরপরও আপনাদের মধ্যে কয়েকজন আছেন, যারা গুজব ছড়ায়। আপনাদের মাঝে যদি কেউ মিথ্যার আশ্রয় নিয়ে পুঁজিবাজার, দেশ ও বিনিয়োগকারীদের ক্ষতি করেন, তাদেরকে আপনারাই থামাবেন। আপনারা অ্যাসোসিয়েশনই (সিএমজেএফ) তাদের থামাবেন। এ ব্যপারে আমাদের সহযোগিতা পাবেন।’
বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘ডিসেম্বর থেকে আমরা গভর্নেন্সে কঠোর হওয়া শুরু করেছি। নির্বাচনের পর তা আরও জোরদার করা হবে। বিনা কারণে সরকারের যে বদনামগুলো হয়, তা থেকে আমরা বেরিয়ে আসছি। অল্প কয়েকজনের জন্য ক্যাপিটাল মার্কেট বা মানি মার্কেটের দুর্নাম হবে, সেই দিন শেষ।’
সভাপতির বক্তব্যে সিএমএসএফ চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ‘এবার আমরা তিন ক্যাটাগরিতে তিনটি পুরস্কার দিয়েছি। আগামীতে নয়টি পুরস্কার দেওয়ার জন্য সিএমএসএফের বোর্ড অব গভর্ননেন্স চিন্তা করছে।’
নজিবুর রহমান আরও বলেন, ‘সিএমএসএফ থেকে সম্প্রতি ইউরোপে একটি ট্রেড ও ইনভেস্টমেন্ট সেমিনারে গিয়েছিলাম। সেখানে জার্মান ফ্রান্স ও বেলজিয়ামের উদ্যোক্তারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি বেলজিয়াম থেকে এক উদ্যোক্তা সিএমএসএফ পরিদর্শনে এসেছিলেন। আশা করছি, আগামীতে আরও অনেক উদ্যোক্তা আসবেন।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিএমএসএফের সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, মূল প্রবন্ধ পাঠ করেন সিএমজেএফ সভাপতি জিয়াউর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।