পতনে বছর শুরু করল পুঁজিবাজার
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (১ জানুয়ারি) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে এদিন লেনদেনের পরিমাণ কমেছে। লেনদেন ৪০০ কোটি টাকার ঘরে চলে এসেছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে লেনদেন পরিমাণও। দুই স্টকে কমেছে বাজার মূলধন। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ার চেয়ে কমেছে বেশি।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, আজ সোমবার ডিএসইতে ৪৪৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন ছিল ৬৬০ কোটি ৬১ লাখ টাকা। অপরদিক এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৮০ হাজার ৮২৩ কোটি ৪২ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন ছিল সাত লাখ ৮০ হাজার ৮৪৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স তিন দশমিক ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৪২ দশমিক ৮৭ পয়েন্টে। ডিএস-৩০ সূচক দুই দশমিক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৯১ দশমিক ৫৪ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক দুই দশমিক ৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৬১ দশমিক ২৩ পয়েন্টে।
ডিএসইতে এদিনে লেনদেন হওয়া ৩৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৮০টির ও কমেছে ৮৬টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১৬৮টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিডি থাইয়ের শেয়ার। কোম্পানিটির ২২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
সিএসইতে সোমবার ৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১৪ কোটি ২৩ লাখ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৭৫ হাজার ৯৬৯ কোটি ৬৫ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন ছিল সাত লাখ ৭৬ হাজার ৮৯ কোটি ৮৬ লাখ টাকা। প্রধান সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫০৫ দশমিক ১৩ পয়েন্টে।
এ ছাড়াসিএসই৫০ সূচক এক দশমিক ৫১ পয়েন্ট, সিএসই৩০ সূচক আট দশমিক ২৯ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৯ দশমিক শূন্য এক পয়েন্টে এবং সিএসআই সূচক এক দশমিক শূন্য ৯ পয়েন্ট কমেছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৯টির, কমেছে ৫৪টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৯৩টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে লার্ফাজ হোলসিমের শেয়ার। কোম্পানিটির এক কোটি ২২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।