সূচকের উত্থানেও ৯ মাসে মন্দা লেনদেনের রেকর্ড আজ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (৩ জানুয়ারি) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। যদিও লেনদেনের পরিমাণ কমেছে। আর এই লেনদেন ছিল গত ৯ মাসের মধ্যে সর্বনিম্ন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনে সব ধরনের সূচকে ছিল উত্থান। তবে, সেখানেও কমেছে লেনদেনের পরিমাণ। যদিও দুই স্টক এক্সচেঞ্জেই মূলধন বেড়েছে। উভয় স্টকে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ার চেয়ে কমেছে বেশি।
গত ১৮৭ কার্যদিবস বা ৯ মাস ছয় দিনের হিসাব বলছে, ডিএসইতে আজ লেনদেন ২৯২ কোটি ১৪ লাখ টাকার যে শেয়ার লেনদেন হয়েছে, তা এ সময়ে সর্বনিম্ন। স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, বুধবার ডিএসইতে ২৯২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বছরের ২৮ মার্চ লেনদেন হয়েছিল ২৭২ কোটি পাঁচ লাখ টাকা। অপরদিকে, এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৮০ হাজার ৬৫৭ কোটি ৪১ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল সাত লাখ ৮০ হাজার ৪০০ কোটি টাকার শেয়ার।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দুই দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৩৬ দশমিক শূন্য সাত পয়েন্টে। ডিএস৩০ সূচক দুই দশমিক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৯২ দশমিক ১৩ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৬১ দশমিক শূন্য এক পয়েন্টে।
ডিএসইতে এদিনে লেনদেন হওয়া ৩২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৫৭টির ও কমেছে ৯২টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১৮০টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির ১২ কোটি সাত লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল বিচের ১০ কোটি ৯১ লাখ টাকা, বিডি থাইয়ের ১০ কোটি ২০ লাখ টাকা, অলিম্পিক এক্সেসরিজের ৯ কোটি ২৮ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ৯ কোটি পাঁচ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের আট কোটি ৮৩ লাখ টাকা, আইসিবি এএমসিএল সিএমসিএল গ্লোডেন জুবিলি ফান্ডের সাত কোটি ৯৩ লাখ টাকা, ইন্ট্রাকোর সাত কোটি ৩৫ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার সাত কোটি ১৬ লাখ টাকা এবং শমরিতা হাসপাতালের পাঁচ লাখ ৯৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।
অপরদিক সিএসইতে বুধবার তিন কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ছয় কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৭৫ হাজার ৯৫২ কোটি ৬২ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল সাত লাখ ৭৫ হাজার ৫৪৪ কোটি ৪১ লাখ টাকা। প্রধান সূচক সিএএসপিআই ২১ দশমিক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫০৭ দশমিক ৪৫ পয়েন্টে। সিএসই৫০ সূচক এক দশমিক ১৬ পয়েন্ট, সিএসই৩০ সূচক ১৫ দশমিক ৪১ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১২ দশমিক ৫৭ পয়েন্টে এবং সিএসআই সূচক দুই দশমিক ৫৮ পয়েন্ট বেড়েছে।
সিএসইতে লেনদেন হওয়া১৫৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৪টির, কমেছে ৪৯টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৭৫টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্যাংক এশিয়ার ৭৭ লাখ টাকা, ডাচ-বাংলা ব্যাংকের ২৪ লাখ টাকা, এসকে ট্রিমসের ১৮ লাখ টাকা, ন্যাশনাল ব্যাংকের ১৭ লাখ টাকা, অলিম্পিক এক্সেসরিজের ১৬ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ১৬ লাখ টাকা, উত্তরা ব্যাংকের ১৫ লাখ টাকা, বিডি থাইয়ের ১২ লাখ টাকা, প্যাসিফিক ডেনিমসের ১২ লাখ টাকা এবং ফু-ওয়াং ফুডসের ১২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।