উত্থানে পুঁজিবাজার, বেড়েছে লেনদেন-মূলধন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে লেনদেন পরিমাণ। বেড়েছে বাজার মূলধনও। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ার দর কমার চেয়ে বেড়েছে তিনগুন।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৩৪৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ২৯২ কোটি ১৪ লাখ টাকা। বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৮০ হাজার ৬৫৭ কোটি ৪১ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল সাত লাখ ৮১ হাজার ৭৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আট দশমিক শূন্য ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৪৪ দশমিক ১৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক দুই দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৯৪ দশমিক ২৬ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক এক দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৬২ দশমিক ৮০ পয়েন্টে।
ডিএসইতে এদিনে লেনদেন হওয়া ৩১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০৮টির ও কমেছে ৩৩টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১৭৭টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল বিচের শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি থাইয়ের ১২ কোটি ৬২ লাখ টাকা, অলিম্পিক এক্সেসরিজের ১২ কোটি ২২ লাখ টাকা, ইয়াকিন পলিমারের ১০ কোটি ৮৪ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১০ কোটি ৫১ লাখ টাকা, ইন্ট্রাকোর ৯ কোটি ৩২ লাখ টাকা, এমারেল্ড অয়েলের আট কোটি ৭২ লাখ টাকা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের সাত কোটি ৬১ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের সাত কোটি ২৭ লাখ টাকা এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজের সাত কোটি ১৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।
অপরদিক সিএসইতে বৃহস্পতিবার ১১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল তিন কোটি ৮৮ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৭৬ হাজার ৭৩ কোটি ৩৩ লাখ টাকা। আগের কার্যদিবস বুধবার বাজার মূলধন ছিল সাত লাখ ৭৫ হাজার ৫৫৬ কোটি ৪৫ লাখ টাকা। প্রধান সূচক সিএএসপিআই পাঁচ দশমিক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫০৮ দশমিক ৫৩ পয়েন্টে। সিএসই৫০ সূচক দশমিক ৩১ পয়েন্ট, সিএসই৩০ সূচক এক দশমিক ৯৩ পয়েন্ট, সিএসসিএক্স সূচক তিন দশমিক ১৬ পয়েন্টে এবং সিএসআই সূচক দশমিক ৪১ পয়েন্ট বেড়েছে।
সিএসইতে লেনদেন হওয়া ১৭৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৭টির, কমেছে ৪৬টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৯৬টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডিবিএইচ ফাইন্যান্সের পাঁচ কোটি ১৩ লাখ টাকা, আরএন স্পিনিংয়ের ৮৩ লাখ টাকা, ব্যাংক এশিয়ার ৮১ লাখ টাকা, বিডি থাইয়ের ৫১ লাখ টাকা, প্রাণের ৪৯ লাখ টাকা, স্কয়ার ফার্মার ৪৬ লাখ টাকা, আমান কর্টনের ১৭ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৬ লাখ টাকা, ইয়াকিন পলিমারের ১৬ লাখ টাকা এবং ফু-ওয়াং ফুডের ১৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।