ডিএসইএক্স পতনেও মূলধন বেড়েছে ১৩০০ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) প্রধান সূচক ডিএসইএক্স পতনে লেনদেন শেষ হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ার দর কমার চেয়ে বেড়েছে দ্বিগুণ। আগের কার্যদিবসের চেয়ে এদিন লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিন পুঁজিবাজার মূলধন পরিমাণ বেড়েছে এক হাজার ৩৪৫ কোটি টাকা।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, মঙ্গলবার ডিএসইতে ৪৯৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস সোমবার লেনদেন ছিল ৪৪১ কোটি ১৩ লাখ টাকা। অপরদিক এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৮৩ হাজার ৮৯৮ কোটি ৮৬ টাকা। আগের কার্যদিবস সোমবার বাজার মূলধন ছিল সাত লাখ ৮২ হাজার ৫৫৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার।
ডিএসইর সূচক ডিএসইএক্স এক দশমিক ৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৬৭ দশমিক ৮১ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১০১ দশমিক ৯০ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৬৭ দশমিক ৩৭ পয়েন্টে।
ডিএসইতে এদিনে লেনদেন হওয়া ৩৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৫৩টির ও কমেছে ১১০টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১৮৩টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিডি থাইয়ের শেয়ার। কোম্পানিটির ২৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা লাইফের ২২ কোটি ৫৪ লাখ টাকা, রুপালী ব্যাংকের ২১ কোটি ২৭ লাখ টাকা, ইন্ট্রাকোর ১৮ কোটি ৩০ লাখ টাকা, সী পার্ল বিচের ১৬ কোটি ৬৬ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের ১৫ কোটি ৮৬ লাখ টাকা, ইউনিয়ন ক্যাপিটালের ১৩ কোটি ১৩ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১২ কোটি ৫৮ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ১১ কোটি ৭৫ লাখ টাকা এবং অলিম্পিক এক্সেসরিজের ১১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার ৬ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৭৭ হাজার ৪৭৮ কোটি ৪৪ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার বাজার মূলধন ছিল সাত লাখ ৭৭ হাজার ১৭৪ কোটি ৪২ লাখ টাকা। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১২ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮০ দশমিক ৬৪ পয়েন্টে। সিএসই৫০ সূচক দশমিক ৩৮ পয়েন্ট, সিএসই৩০ সূচক পাঁচ দশমিক ৮৫ পয়েন্ট, সিএসসিএক্স সূচক আট দশমিক শূন্য সাত পয়েন্টে এবং সিএসআই সূচক দশমিক শূন্য ৯ পয়েন্ট বেড়েছে।
সিএসইতে লেনদেন হওয়া ১৬৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫১টির, কমেছে ৪২টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৭৪টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে লার্ফাজহোলসিমের ৬৮ লাখ টাকা, স্কয়ার ফার্মার ৩৬ লাখ টাকা, ইউনিয়ন ক্যাপিটালের ৩০ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ২৯ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের ২৮ লাখ টাকা, বিডি থাইয়ের ২৬ লাখ টাকা, প্যাসিফিক ডেনিমসের ২৫ লাক টাকা, রুপালী ব্যাংকের ২৪ লাখ টাকা, ইভেন্স টেক্সটাইলের ২০ লাখ টাকা এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।