বছরের সেরা লেনদেনে দিন শেষ করল ডিএসই
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে এদিন দুই স্টকে লেনদেনের পরিমাণ বেড়েছে। বেড়েছে বাজার মূলধন পরিমাণও। একইসঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ার দর কমার চেয়ে বেড়েছে।
দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্র জানা যায়, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭৫২ কোটি ৮৪ লাখ টাকা। ১৮ কর্মদিবস পর আজকের লেনদেন সেরা অবস্থানে রয়েছে। এর আগে গত বছরের ১৩ ডিসেম্বর ডিএসইর লেনদেন হয়েছিল ৭৬৯ কোটি ৬৮ লাখ টাকা। অপরদিকে, এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৮৬ হাজার ১৯৮ কোটি ৭২ টাকা। আগের কার্যদিবস বুধবার বাজার মূলধন ছিল সাত লাখ ৮৫ হাজার ১৭০ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধনের পরিমাণ বেড়েছে এক হাজার ২৮ কোটি ৩৬ লাখ টাকা।
ডিএসইর সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৩০১ দশমিক ৬৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৯ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১১৭ দশমিক ৯০ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক চার দশমিক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৭৫ দশমিক ৯১ পয়েন্টে।
ডিএসইতে এদিনে লেনদেন হওয়া ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১৭টির এবং কমেছে ৬০টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১৭৮টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমারের শেয়ার। কোম্পানিটির ৩৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেনেক্স ইনফোসিসের ২২ কোটি ৭৭ লাখ টাকা, সী পার্ল বিচের ২০ কোটি ৪৮ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৯ কোটি ৫৯ লাখ টাকা, মেঘনা লাইফের ১৯ কোটি ৫৮ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৮ কোটি ৭৩ লাখ টাকা, এমারেল্ড অয়েলের ১৮ কোটি ৪১ লাখ টাকা, রুপালী ব্যাংকের ১৭ কোটি ৪৫ লাখ টাকা, বিডি থাইয়ের ১৭ কোটি ৩৮ লাখ টাকা এবং বসুন্ধরা পেপারের ১৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
সিএসইতে বৃহস্পতিবার ১১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ছয় কোটি ৫৮ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৮০ হাজার ৭০৮ কোটি ৩২ লাখ টাকা। আগের কার্যদিবস বুধবার বাজার মূলধন ছিল সাত লাখ ৭৮ হাজার ৪৮০ কোটি ৯৮ লাখ টাকা। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩৮ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৬৫ দশমিক ১৩ পয়েন্টে। সিএসই৫০ সূচক এক দশমিক ১১ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১০ দশমিক শূন্য এক পয়েন্ট, সিএসসিএক্স সূচক ২২ দশমিক ১৬ পয়েন্টে এবং সিএসআই সূচক দুই দশমিক শূন্য আট পয়েন্ট বেড়েছে।
সিএসইতে লেনদেন হওয়া ১৯০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৪টির, কমেছে ৪৪টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৮২টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে আরএন স্পিনিংয়ের ৮৩ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৬৪ লাখ টাকা, রুপালী লাইফের ৬২ লাখ টাকা, জিএসপি ফাইন্যান্সের ৬০ লাখ টাকা, স্কয়ার ফার্মার ৪৫ লাখ টাকা, বসুন্ধরা পেপারের ৪১ লাখ টাকা, বিডি কমের ৪০ লাখ টাকা, সী পার্ল বিচের ৩৪ লাখ টাকা, ইউনিক হোটেলের ৩২ লাখ টাকা এবং এআইবিএল ১ম ইসলামী ফান্ডের ২৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।