ডিএসইতে সূচকের পতন, সিএসই উত্থানে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে এদিন পুঁজিবাজারে মূলধন কমেছে। লেনদেনও কমেছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ার চেয়ে কমার সংখ্যা বেশি ছিল। অপর পুঁজিবাজারের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে এদিন লেনদেন কমেছে। তবে বাজারে মূলধন বেড়েছে।
স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্র জানা যায়, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬৩৭ কোটি ১২ লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার লেনদেন হয়েছিল ৭৬০ কোটি আট লাখ টাকা। অপরদিক এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৮৭ হাজার ৯০৪ কোটি ৭৮ টাকা। আগের কার্যদিবস বুধবার বাজার মূলধন ছিল সাত লাখ ৮৮ হাজার ৪৪৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার।
ডিএসইর সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৩৩৬ দশমিক ৭৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৯ দশমিক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১২৯ দশমিক ৭১ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক দুই দশমিক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৮৮ দশমিক ২৯ পয়েন্টে।
ডিএসইতে এদিনে লেনদেন হওয়া ৩৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৫৬টির ও কমেছে ১১১টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১৭২টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল বিচের শেয়ার। কোম্পানিটির ৩৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৩১ কোটি ৫৫ লাখ টাকা, বিডি খাইয়ের ২৭ কোটি তিন লাখ টাকা, দেশবন্ধু পলিমারের ২১ কোটি সাত লাখ টাকা এবং স্কয়ার ফার্মার ১৯ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
সিএসইতে বৃহস্পতিবার ৯ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ১৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৮২ হাজার ৭৬০ কোটি ৩৮ লাখ টাকা। আগের কার্যদিবস বুধবার বাজার মূলধন ছিল সাত লাখ ৮২ হাজার ৭৩৪ কোটি ৪৭ লাখ টাকা। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৩ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮০৬ দশমিক ৩৬ পয়েন্টে। সিএসই৫০ সূচক তিন দশমিক ১৬ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১৪ দশমিক শূন্য দুই পয়েন্টে ও সিএসআই সূচক পাঁচ দশমিক শূন্য তিন পয়েন্ট বেড়েছে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ২৩ দশমিক ৩১ পয়েন্ট কমেছে।
সিএসইতে লেনদেন হওয়া ১৬৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৮টির, কমেছে ৬৬টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৬৫টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে আরএন স্পিনিংয়ের এক কোটি ৪৬ লাখ টাকা, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ৮০ লাখ টাকা, ওরিয়ন ফার্মার ৭০ লাখ টাকা, সন্ধানী ইন্স্যুরেন্সের ৬৩ লাখ টাকা এবং উত্তরা ব্যাংকের ৩৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।