পতনের শীর্ষে লোকসানি ফাস ফাইন্যান্সের শেয়ার
পুঁজিবাজারে তালিকাভুক্ত লোকসানি কোম্পানি ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার দর গত সপ্তাহে (রোববার থেকে বৃহস্পতিবার) প্রায় ১০ শতাংশ কমেছে। এতে সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার লুজারের শীর্ষে উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ারের সমাপনী দর ছিল ৫ টাকা ৬০ পয়সা। যা আগের সপ্তাহে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ৬ টাকা ২০ পয়সা। এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার প্রতি দর কমেছে ৯ দশমিক ৬৮ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৯ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় লেনদেন ছিল এক কোটি ৯২ লাখ ২০ হাজার টাকা।
কোম্পানির তথ্যমতে, বিদায়ী ২০২৩ বছরের প্রথম ৯ মাস বা তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদনে ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৩ টাকা ৬৩ পয়সা। আগের ২০২২ বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ার প্রতি লোকসান ছিল ১৭ টাকা ৭৯ পয়সা। আলোচিত তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে এক টাকা ৭৭ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে নেগেটিভ ৯৯ টাকা ৭৫ পয়সা।
লোকসানে পরায় ২০২২ সমাপ্ত বছরে (জানুয়ারি-ডিসেম্বর) কোম্পানিটি বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয়নি। আলোচ্য বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৪৭ টাকা ৮৪ পয়সা। আগের ২০২১ বছরে (জানুয়ারি-ডিসেম্বর) সমন্বিত শেয়ার প্রতি লোকসান ছিল ১৯ টাকা ৯৪ পয়সা। ২০২২ সমাপ্ত বছরে সমন্বিত শেয়ার প্রতি নগদ প্রবাহ হয়েছিল পাঁচ টাকা ৫৭ পয়সা। কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছিল নেগেটিভ ৮৬ টাকা ১৪ পয়সা।
২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। কোম্পানিটির পরিশোধিত মূলধন ২১০ কোটি টাকা। রির্জাভ রয়েছে নেগেটিভ এক হাজার ৪৩৩ কোটি ২৮ লাখ টাকা। শেয়ার সংখ্যা ১৪ কোটি ৯০ লাখ ৭৭ হাজার ৩৬৪টি। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকরা ১৩ দশমিক ২০ শতাংশ শেয়ার ধারণ করেছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক পরিচালকরা ৯ দশমিক শূন্য ২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ৭৭ দশমিক ৭৮ শতাংশ শেয়ার ধারণ করেছে।
গেল সপ্তাহে দর কমার তালিকায় শীর্ষ দ্বিতীয়তে এসেছে মাইডাস ফাইন্যান্সের (‘বি’ ক্যাটাগরি)। কোম্পানিটির শেয়ারটির দর কমেছে সাত দশমিক শূন্য তিন শতাংশ। ওই তালিকায় অন্য কোম্পানিগুলোর মধ্যে মিডল্যান্ড ব্যাংকের (‘বি’ ক্যাটাগরি) ছয় দশমিক ৩৩ শতাংশ, আইএফআইএল ইসলামী ফান্ড ওয়ানের (‘এ’ ক্যাটাগরি) পাঁচ দশমিক ৮৮ শতাংশ, বেঙ্গল ইউন্ডসরের (‘বি’ ক্যাটাগরি) পাঁচ দশমিক ৬২ শতাংশ, ইয়াকিন পলিমারের (‘বি’ ক্যাটাগরি) পাঁচ দশমিক ১৩ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের (‘বি’ ক্যাটাগরি) চার দশমিক ৯২ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের (‘এ’ ক্যাটাগরি) চার দশমিক ৮৬ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের (‘এ’ ক্যাটাগরি) চার দশমিক ৮৪ শতাংশ এবং কনফিডেন্স সিমেন্টের (‘এ’ ক্যাটাগরি) চার দশমিক ৭২ শতাংশের দর পতন হয়।