পতনে পুঁজিবাজার, কমেছে তিনশ কোম্পানির দর
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (২৪ জানুয়ারি) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আগের কর্মদিবসের চেয়ে এদিন কমেছে লেনদেনের পরিমাণ। কমেছে বাজার মূলধনও। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৭৭ শতাংশ প্রতিষ্ঠানের দর কমেছে।
অনুসন্ধানে দেখা যায়, আজ লেনদেন শুরুর প্রথম ১২ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৫ পয়েন্ট বাড়ে। তখন লেনদেন হয়েছিল ১০৯ কোটি টাকা বেশি। পরে দুই মিনিটে আরও আড়াই পয়েন্ট বাড়ে। লেনদেন হওয়া প্রথম ১৪ মিনিট বা সকাল ১০টা ১৪ মিনিট পর্যন্ত অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছিল। আলোচিত ১৪ মিনিটে ডিএসইএক্স বেড়ে অবস্থান করেছে ছয় হাজার ২৯৪ দশমিক ৫৭ পয়েন্টে। পরে ছন্দ পতন ঘটে। সূচক বাড়ার বৃত্ত ছোট হতে থাকে। লেনদেন শুরুর ৩৩ মিনিট পর উত্থান সূচক পতনে ফিরে। দিন শেষে সূচক পতনে লেনদেন শেষ হয়। এদিন ডিএসইএক্স অর্ধশত পয়েন্ট পতন হয়। কমেছে তিন শতাধিক কোম্পানির শেয়ার দর।
স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্র জানা যায়, আজ বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ১৭৩ কোটি ২১ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল এক কোটি ১৭৬ কোটি ৯৪ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়ায় সাত লাখ ৬১ হাজার ১৯৯ কোটি ৯৮ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল সাত লাখ ৬৯ হাজার ৫ কোটি ৯৪ লাখ টাকা।
সূচক ডিএসইএক্স ৪৯ দশমিক ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২২৬ দশমিক ৬৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৯ দশমিক শূন্য সাত পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ১৩৯ দশমিক ১২ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ১১ দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৩৭২ দশমিক ৯০ পয়েন্টে।
ডিএসইতে এদিনে লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৬১টির এবং কমেছে ৩০৫টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৩০টির। আজ লেনদেনের শীর্ষে উঠেছে সোনালী পেপারের শেয়ার। কোম্পানিটির ৬৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং ফুডের ৪১ কোটি ৪১ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ৩৪ কোটি ৫ লাখ টাকা, বিডি থাইয়ের ৩২ কোটি ৬৩ লাখ টাকা এবং আইএফআইসি ব্যাংকের ২৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।