ডিএসইর ৭২ ভাগ প্রতিষ্ঠানের দর পতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আগের কর্মদিবসের চেয়ে এদিন কমেছে লেনদেনের পরিমাণ। কমেছে বাজার মূলধন। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৭২ শতাংশ প্রতিষ্ঠানের দর কমেছে।
অনুসন্ধানে দেখা যায়, আজ লেনদেনের শুরুটা সূচক উত্থানে ছিল। লেনদেনের প্রথম ১১ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট বাড়ে। আলোচিত ১১ মিনিটে ডিএসইএক্স বেড়ে অবস্থান করেছে ছয় হাজার ২৫০ পয়েন্টে অবস্থান করেছিল। পরে ছন্দ সূচকের পতন ঘটে। সূচক বাড়ার বৃত্ত ছোট হয়ে পরে। লেনদেন শুরুর ৩৬মিনিট পর উত্থান সূচক পতনে ফিরে। দিনশেষে সূচক পতনে লেনদেন শেষ হয়। এদিন ডিএসইএক্স ৭০ পয়েন্ট পতন হয়। কমেছে ২৮২ কোম্পানির শেয়ার দর।
স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্র জানা যায়, আজ বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৮৭০ কোটি ৯০ লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার লেনদেন হয়েছিল এক হাজার ১৭৩ কোটি ২১ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়ায় সাত লাখ ৫৪ হাজার ৯৬৬ কোটি ১৭ টাকা। আগের কার্যদিবস বুধবার বাজার মূলধন ছিল সাত লাখ ৬১ হাজার ১৯৯ কোটি ৯৮ লাখ টাকা।
সূচক ডিএসইএক্স ৭০ দশমিক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ১৫৬ দশমিক ৪০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২৪ দশমিক ৫২ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ১১৪ দশমিক ৬০ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ২০ দশমিক ৬১ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৩৫২ দশমিক ২৮ পয়েন্টে।
ডিএসইতে এদিনে লেনদেন হওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৮৫টির এবং কমেছে ২৮২টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ২২টির। আজ লেনদেনের শীর্ষে উঠেছে ফু-ওয়াং ফুডের শেয়ার। কোম্পানিটির ২৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুন সুজের ২৪ কোটি ৫৩ লাখ টাকা, খুলনা পাওয়ারের ২৩ কোটি ৭৪ লাখ টাকা, কর্ণফূলি ইন্স্যুরেন্সের ২৩ কোটি ৪৬ লাখ টাকা এবং বিডি থাইয়ের ২০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।