পর্ষদ সভার দিন ঘোষণা করল ৯ কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার দিন ঘোষণা করেছে। আজ সোমবার (২৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। পর্ষদ সভায় কোম্পানিগুলো তাদের চলতি অর্থবছরের (২০২৩-২০২৪) দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। একইসঙ্গে পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশে প্রকাশ করবে।
পর্ষদ সভার তারিখ ঘোষণা করা কোম্পানিগুলো হলো—হাক্কানি পাল্প, তিতাস গ্যাস, লিগ্যাসি ফুটওয়্যার, ডেফোডিল কম্পিউটার্স, স্যালভো কেমিক্যাল, কনফিডেন্স সিমেন্ট, ঢাকা ডায়িং, আফতাব অটোস এবং যমুনা অয়েল।
এদের মধ্যে হাক্কানি পাল্পের পর্ষদ সভা আগামী ৩ ফেব্রুয়ারি বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া তিতাস গ্যাসের ৩০ জানুয়ারি সন্ধ্যা ৭টায়, লিগ্যাসি ফুটওয়্যারের ৩১ জানুয়ারি বিকেল ৩টায়, ডেফোডিল কম্পিউটার্সের ৩০ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায়, স্যালভো কেমিক্যালের ৩১ জানুয়ারি বিকেল ৩টায়, কনফিডেন্স সিমেন্টের ৩১ জানুয়ারি বিকেল ৩টায়, ঢাকা ডায়িংয়ের ৩১ জানুয়ারি বিকেল ৪টায়, আফতাব অটোসের ৩০ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায় এবং যমুনা অয়েলের ৩১ জানুয়ারি বিকেল ৩টায় পর্যদ সভা শুরু হবে।