উত্থান সূচকেও অধিকাংশ কোম্পানির দর কমেছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (৩১ জানুয়ারি) প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কর্মদিবস থেকে এদিন লেনদেন পরিমাণ বেড়েছে। লেনদেন হাজার কোটি টাকার কাছাকাছিতে অবস্থান করেছে। বেড়েছে শেয়ার বিক্রির চাপ। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দুই শতাধিকের শেয়ার দর কমেছে। কমেছে বাজার মূলধন পরিমাণ।
অনুসন্ধানে দেখা যায়, আজ লেনদেনের শুরুটা সূচক ডিএসইএক্স উত্থান ছিল। পরে সূচক কমা-বাড়ায় লেনদেন চলে। লেনদেন শুরুর এক ঘণ্টা তিন মিনিটে সূচক দিনের সর্বোচ্চ উত্থানে ছিল। আলোচিত সময় ডিএসইএক্স ছয় হাজার ১৭৭ পয়েন্টে পৌছে। এরপর সূচক ওঠানামা করে। দিনশেষে সূচক সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইএক্স উত্থান হয়েছে ৩ পয়েন্ট। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।
স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্র জানা যায়, আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৯৭৯ কোটি ৭১ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৯৩৯ কোটি ৮৬ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়ায় সাত লাখ ৫১ হাজার ৭৩৪ কোটি ১২ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল সাত লাখ ৫২ হাজার ৯৪৮ কোটি ৩৬ লাখ টাকা। সূচক ডিএসইএক্স তিন দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ১৫৩ দশমিক ৩৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক সাত দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ১০৩ দশমিক ৯২ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক দুই দশমিক ৪৩ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৩৫১ দশমিক ৯৫ পয়েন্টে।
ডিএসইতে এদিনে লেনদেন হওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৪৫টির এবং কমেছে ২০৭টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৪১টির। আজ লেনদেনের শীর্ষে উঠেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ার। কোম্পানিটির ৪৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মালেক স্পিনিংয়ের ৪৩ কোটি ৭৪ লাখ টাকা, বিডি থাইয়ের ৩৬ কোটি ৬৯ লাখ টাকা, ইভেন্স টেক্সটাইলের ৩২ কোটি ৩২ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের ২৩ কোটি ৪২ লাখ টাকা, আইএফআইসি ব্যাংকের ২১ কোটি ৭৮ লাখ টাকা, আফতাব অটোর ২১ কোটি ৫৩ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ২০ কোটি ৫৭ লাখ টাকা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১৮ কোটি ৩৪ লাখ টাকা এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৭ কোটি ৮১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।