লেনদেন ১১শত কোটি টাকা, সূচকও উত্থানে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কর্মদিবস থেকে এদিন লেনদেন পরিমান বেড়েছে। লেনদেন ১১শত কোটি টাকা ছাড়িয়েছে। বেড়েছে শেয়ার ক্রয়ের চাপ। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে আড়াই শতাধিকের শেয়ার দর বেড়েছে। বাজার মূলধন পরিমানও বেড়েছে।
অনুসন্ধানে দেখা যায়, আজ লেনদেন শুরুটা সূচক ডিএসইএক্স উত্থান ছিল। পরে শুরুর এক ঘণ্টা ৩৭মিনিট পর্ষন্ত সূচক কমা-বাড়ার মধ্যে লেনদেন চলে। পরে অবশ্য সূচক ধারাবাহিক বাড়তে থাকে। দিনশেষে ডিএসইএক্স উত্থান হয়েছে ৬০ পয়েন্ট। বেড়েছে ২৭১ কোম্পানির শেয়ার দর।
স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্র জানা যায়, আজ বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ১২২ কোটি ৯ লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার লেনদেন হয়েছিল ৯৭৯ কোটি ৭১ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়ায় সাত লাখ ৫৬ হাজার ১০৭ কোটি এক লাখ টাকা। আগের কার্যদিবস বুধবার বাজার মূলধন ছিল সাত লাখ ৫১ হাজার ৭৩৪ কোটি ১২ লাখ টাকা। সূচক ডিএসইএক্স ৬০ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২১৩ দশমিক ৯৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১২ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ১১৬ দশমিক ৭৭ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ১০ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৩৬২ দশমিক ৯২ পয়েন্টে।
ডিএসইতে এদিনে লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৭১টির এবং কমেছে ৭১টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৫২টির। আজ লেনদেনের শীর্ষে উঠেছে বিডি থাইয়ের শেয়ার। কোম্পানিটির ৫৮ কোটি ২৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৫৭ কোটি ৪৬ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের ৩৩ কোটি ৯ লাখ টাকা, ইভেন্স টেক্সটাইলের ৩০ কোটি ৫০ লাখ টাকা, আইএফআইসি ব্যাংকের ২৬ কোটি ৩৬ লাখ টাকা, অলিম্পিক এক্সেসরিজের ২৫ কোটি ২৫ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ২৩ কোটি ১৪ লাখ টাকা, কর্ণফূলি ইন্স্যুরেন্সের ২১ কোটি ৫৬ লাখ টাকা, আফতাব অটোর ১৮ কোটি ৫২ লাখ টাকা এবং প্যাসিফিক ডেনিমসের ১৮ কোটি ৫২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।