সূচক উত্থানে, আট মিনিটে শতকোটি টাকা লেনদেন
সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) শুরুর প্রথম আট মিনিটে লেনদেন শতকোটি টাকা ছাড়িয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা যায়, লেনদেন শুরুর প্রথম আট মিনিটে সূচক বাড়ে ১৮ দশমিক ৪৭ পয়েন্ট। সকাল ১০টা ৮ মিনিট পর্যন্ত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৭টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ১০৫ কোটি ২৬ লাখ টাকা।
এ সময় ডিএসইএক্স অবস্থান করছে ছয় হাজার ২৯৯ দশমিক ২১ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস বেড়েছে তিন দশমিক ৭৩ পয়েন্ট। একই সময় ডিএস-৩০ সূচক বেড়েছে দুই দশমিক ২৪ পয়েন্ট। প্রথম আট মিনিটে লেনদেন শীর্ষে ওঠে এসেছে সেন্ট্রাল ফার্মার শেয়ার। এই শীর্ষ তালিকায় স্থান পেয়েছে ফু-ওয়াং ফুড, বিডি থাই, খুলনা প্রিন্টিং, ফরচুন সুজ, দেশবন্ধু পলিমার, ওরিয়ন ইনফিউশন, শাইনপুকুর সিরামিকস এবং অলিম্পিক এক্সেসরিজের শেয়ার।