১৬ মাসে সর্বোচ্চ সূচকে ডিএসই
সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার (১১ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৪৪৭ পয়েণ্টে। যা গত ১৫ মাস ২৬দিনের মধ্যে সর্বোচ্চ।
বাজারে মূলধন পরিমাণ বেড়েছে তিন হাজার ৪৫৯ কোটি টাকা। তবে, বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। লেনদেন পরিমাণ সামান্য কমেছে। লেনদেন হয়েছে সাড়ে এক হাজার ৮০০ কোটি টাকা।
ডিএসই ওয়েবসাইট অনুসন্ধান করে দেখা যায়, শেয়ার ক্রয়ের চাপে আজ লেনদেন শুরুতেই সূচক উত্থান ঘটে। লেনদেনে শুরুর প্রথম এক ঘন্টায় সূচক ডিএসইএক্স উত্থান হয় ৪৭ পয়েন্ট। সেই সময় ডিএসইএক্স অবস্থান করেছিল ছয় হাজার ৪২০ পয়েন্টে। পরবর্তীতে সূচক উত্থান বৃত্ত কমতে থাকে। লেনদেনের প্রথম এক ঘণ্টা ১৮ মিনিট পর সূচক বাড়তে থাকে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্স বেড়েছে ৭৩ পয়েন্ট। লেনদেন এক হাজার ৮৫২ কোটি টাকা।
স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্র জানা যায়, রোববার ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ৮৫২ কোটি ৫১ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ৮৫৭ কোটি ৭৫ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৭৫ হাজার ৯৮৫ কোটি ৬৭ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন ছিল সাত লাখ ৭২ হাজার ৫২৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার।
রোববার সূচক ডিএসইএক্স ৭৩ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৪৪৭ দশমিক শূন্য সাত পয়েন্টে। যা গত ২০২২ সালে ১৬ অক্টোবরে ডিএসইএক্স ছিল ছয় হাজার ৪৭৮ দশমিক ৪৬ পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক ২১ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৫৯ দশমিক ৯২ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ১০ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৯৮ দশমিক শূন্য ছয় পয়েন্টে। ডিএসইতে এদিনে লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৬৫টির ও কমেছে ১৯৬টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৩৩টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজের শেয়ার। কোম্পানিটির ৬৫ কোটি পাঁচ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মার ৬৪ কোটি ৪৯ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ৬৩ কোটি ৪৮ লাখ টাকা, আইএফআইসির ৬০ কোটি ৫৭ লাখ টাকা, ইন্ট্রাকোর ৪৭ কোটি ৭৫ লাখ টাকা, আইটিসির ৪১ কোটি ২৬ লাখ টাকা, জিআইবির ৪০ কোটি ৬১ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৩৯ কোটি ৭২ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ৩৮ কোটি ৫১ লাখ টাকা এবং সেন্ট্রাল ফার্মার ৩৭ কোটি ৩০ রাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রোববার ২৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৬ কোটি ২৮ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৬৭ হাজার ৩৫৭ কোটি ৮১ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন ছিল সাত লাখ ৬৩ হাজার ৭২৮ কোটি ৯ লাখ টাকা। প্রধান সূচক সিএএসপিআই ৩০৯ দশমিক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬০৫ দশমিক ২২ পয়েন্টে। সিএসই৫০ সূচক ২৯ দশমিক ৭৪ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২০৯ দশমিক ৮৬ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১৮৬ দশমিক ৮৪ পয়েন্টে এবং সিএসআই সূচক ১৬ দশমিক ৪৩ পয়েন্ট বেড়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২৯৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৮টির, কমেছে ১৪৬টির।