৭৪ শতাংশ কোম্পানির দরপতন
সপ্তাহের তৃতীয় কর্মদিবস আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩০ পয়েন্ট। লেনদেনসহ বাজারে কমেছে মূলধন পরিমাণ। লেনদেনে অংশ নেওয়া ৭৪ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে।
ডিএসই ওয়েবসাইট অনুসন্ধান করে দেখা যায়, লেনদেন শুরুতেই সূচক উত্থান ঘটে। লেনদেনে শুরুর প্রথম ৫ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান ৩১ পয়েন্ট। সেই সময় ডিএসইএক্স অবস্থান করেছিল ছয় হাজার ৪৫৫ পয়েন্টে। পরবর্তীতে সূচক উত্থান বৃত্ত কমতে থাকে। লেনদেনের প্রথম ১৮ মিনিট পর ফের উত্থানে ফিরে। লেনদেনের এক ঘণ্টা ৪৭মিনিটে সূচক ৬৪ পয়েন্ট বাড়ে। পর আবারও পতনে ফিরে সূচক। লেনদেন শেষে সূচক ডিএসইএক্স কমেছে ৩০ পয়েন্ট। লেনদেন এক হাজার ৬৪৬ কোটি টাকা।
স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্র জানা যায়, মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ৬৪৬ কোটি ৪১ লাখ টাকা। আগের কর্মদিবস সোমবার লেনদেন হয়েছিল এক হাজার ৬৯৩ কোটি ১৪ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৭১ হাজার ৮৭২ কোটি ৪০ টাকা। আগের কার্যদিবস সোমবার বাজার মূলধন ছিল সাত লাখ ৭৪ হাজার ৩৬৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার।
আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সূচক ডিএসইএক্স ৩০ দশমিক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৩৯৪ দশমিক ৮১ পয়েন্টে। ডিএসইএস সূচক দুই দশমিক ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৯১ দশমিক ২৩ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক পাঁচ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৭১ দশমিক ৫২ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৬৫টির ও কমেছে ২৯৯টির বা ৭৩ দশমিক ৯৩ শতাংশ। শেয়ারদর পরিবর্তন হয়নি ৩৯টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেস্ট হোল্ডিংয়ের শেয়ার। কোম্পানিটির ৯৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৬৫ কোটি ৩৪ লাখ টাকা, ওরিয়ন ফার্মার ৪৯ কোটি ৫১ লাখ টাকা, উত্তরা ব্যাংকের ৪৪ কোটি ২ লাখ টাকা, আইএফআইসি ব্যাংকের ৩৯ কোটি ৬৯ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের ৩৬ কোটি ৯৯ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ৩৬ কোটি ৮৯ লাখ টাকা, আরডি ফুডের ৩২ কোটি ২৭ লাখ টাকা, আইটিসির ৩২ কোটি ২৩ লাখ টাকা এবং এবি ব্যাংকের ২৫ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার ২৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৪০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৬৬ হাজার ২২৯ কোটি ৬৬ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার বাজার মূলধন ছিল সাত লাখ ৬৬ হাজার ৪৯৭ কোটি ২৬ লাখ টাকা। প্রধান সূচক সিএএসপিআই ৬১ দশমিক শূন্য ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫০০ দশমিক ৪১ পয়েন্টে। সিএসই৫০ সূচক পাঁচ দশমিক শূন্য এক পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২২ দশমিক ৪৩ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৩৫ দশমিক শূন্য সাত পয়েন্টে এবং সিএসআই সূচক এক দশমিক ৪১ পয়েন্ট কমেছে। সিএসইতে লেনদেন হওয়া ২৮৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৬৬টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৩৩টির।