উত্থানে সূচক, ৪০ মিনিটে লেনদেন ২১৩ কোটি টাকা
সূচকের উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শুরুর প্রথম ৪০ মিনিটে লেনদেন হয়েছে ২১৩ কোটি টাকা। এ সময় বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা যায়, শেয়ার ক্রয়ের চাপে লেনদেন শুরুতেই সূচকের উত্থান হয়েছে। লেনদেনে শুরু প্রথম আট মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে ৩৫ পয়েন্ট। ডিএসইএক্স সূচক বেড়ে অবস্থান করেছে ছয় হাজার ৪০৬ পয়েন্টে। এরপর সূচক বাড়া-কমা শুরু হয়। সকাল ১০টা ৪০মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ২ পয়েন্ট। ওই সময়ে কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬১টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ২১৩ কোটি চার লাখ টাকা।
লেনদেন শীর্ষে ওঠে এসেছে বেস্ট হোল্ডিংয়ের শেয়ার। লেনদেন করেছে ৩১ কোটি টাকা। লেনদেন শীর্ষ তালিকায় স্থান পেয়েছে সিকাদার ইন্স্যুরেন্সে, খুলনা প্রিন্টিং, সেন্ট্রাল ফার্মা, আফতাব অটো, লাভোলো আইসক্রিম, ওরিয়ন ইনফিউশন, বিকন ফার্মা, এডিএন টেলিকম ও ফু-ওয়াং সিরামিক।