ফের কমেছে লেনদেন, ১১ কর্মদিবস পর সর্বনিম্ন আজ
সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫৩ পয়েন্ট। আগের কর্মদিবস থেকে এদিন লেনদেন পরিমাণ কমেছে। লেনদেন ৯২৪ কোটি টাকা, যা ১১ কর্মদিবস পর এতো কম লেনদেন আজ। বাজারে কমেছে মূলধন পরিমাণ। লেনদেনে অংশ নেওয়া ৬৫ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে।
ডিএসই ওয়েবসাইট অনুসন্ধান করে দেখা যায়, শেয়ার ক্রয়ের চাপে লেনদেন শুরুতেই সূচক উত্থান হয়। লেনদেনে শুরু প্রথম ২০মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান ৩৪ পয়েন্ট। ডিএসইএক্স সূচক বেড়ে অবস্থান করেছিল ছয় হাজার ৩৭০ পয়েন্টে। পরে সূচক বাড়ার বৃত্ত কমতে থাকে। লেনদেনের এক ঘন্টা ২০ মিনিট পর সূচক পতন রূপে ফিরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই পতন বড় হতে থাকে। লেনদেন শেষদিকে শেয়ার বিক্রির চাপ বাড়ে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্স কমেছে ৫৩ পয়েন্ট, কমেছে ২৫৬ কোম্পানির শেয়ার দর।
স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্র জানা যায়, রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ৯২৪ কোটি ৭৩ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ৭৪ কোটি ৭৩ লাখ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৬৪ হাজার ৬৩১ কোটি ৮১ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার বাজার মূলধন ছিল সাত লাখ ৬৬ হাজার ৪৬৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার। রোববার সূচক ডিএসইএক্স ৫৩ দশমিক শূন্য এক পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৮৩ দশমিক ২৩ পয়েন্টে। ডিএসইএস সূচক ১৩ দশমিক ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৬৮ দশমিক ৮২ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ২৭ দশমিক ৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১২৯ দশমিক ২৮ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০৭টির ও কমেছে ২৫৬টির বা ৬৫ দশমিক ৩০ শতাংশ। শেয়ারদর পরিবর্তন হয়নি ২৯টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেস্ট হোল্ডিংসের শেয়ার। কোম্পানিটির ৪৯ কোটি ২৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রবির ৪৭ কোটি ৬৬ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের ৪৫ কোটি টাকা, ওরিয়ন ইনফিউশনের ২৫ কোটি ৭৪ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ২৫ কোটি ৭২ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ২৫ কোটি ১১ লাখ টাকা, ফরচুন সুজের ২২ কোটি পাঁচ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ১৯ কোটি ৭৬ লাখ টাকা, আইটিসির ১৯ কোটি ৭ লাখ টাকা এবং আফতাব অটোর ১৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রোববার ২৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৫৮ হাজার ৬৬৪ কোটি দুই লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন ছিল সাত লাখ ৬৩ হাজার ৬৪৯ কোটি ৩৬ লাখ টাকা। প্রধান সূচক সিএএসপিআই ২০৪ দশমিক ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৫ দশমিক ৮২ পয়েন্টে। সিএসই৫০ সূচক ১৩ দশমিক ৩৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৭৩ দশমিক ৯৪ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১১৯ দশমিক ৯২ পয়েন্টে এবং সিএসআই সূচক ১১ দশমিক ৯৩ পয়েন্ট কমেছে। সিএসইতে লেনদেন হওয়া ২৬৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭০টির, কমেছে ১৬৯টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ২৭টির।