ডিএসইতে ৬১ কোম্পানির দরপতন
সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আগের কর্মদিবস থেকে এদিন লেনদেনের পরিমাণ কমেছে। লেনদেন ৮০০ কোটি টাকার ঘরে চলে এসেছে। লেনদেনে অংশ নেওয়া ৬১ কোম্পানির শেয়ার দর কমেছে। বাজারে কমেছে মূলধনের পরিমাণ। সূচক পতনের একই চিত্র ছিল অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। ৫৬ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। লেনদেন বাড়লেও মূলধনের পরিমাণ কমেছে।
স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট অনুসন্ধানে দেখা যায়, শেয়ার ক্রয়ের চাপে ডিএসইতে লেনদেনের শুরুতেই সূচক উত্থান হয়। লেনদেনে শুরু প্রথম ১১ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ২৯ পয়েন্ট। ডিএসইএক্স সূচক বেড়ে অবস্থান করেছিল ছয় হাজার ৩০২ পয়েন্টে। পরে বাড়া কমার মধ্যে ছিল সূচক। লেনদেনের এক ঘণ্টা ১৪ মিনিটে ডিএসইএক্স ২২ পয়েন্ট বাড়ে। সূচক দাঁড়ায় ছয় হাজার ২৯৫ পয়েন্টে। পরে সূচক কমতে থাকলে। লেনদেন শেষে ডিএসইএক্স কমেছে ১৪ দশমিক ৩২ পয়েন্ট। লেনদেন ৮০৪ কোটি টাকা।
স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্র জানা যায়, রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ৮০৪ কোটি ৯৮ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন ৮৬২ কোটি ১৮ লাখ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৬১ হাজার ৫৬৫ কোটি ৮৮ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার বাজার মূলধন ছিল সাত লাখ ৬২ হাজার ১৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। রোববার সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৫৯ দশমিক ৬৩ পয়েন্টে। ডিএসইএস সূচক দুই দশমিক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৩৭ দশমিক ২৭ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক দুই দশমিক শূন্য তিন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৩৭ দশমিক ২৭ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯৬টির ও কমেছে ২৪৩টি। শেয়ারদর পরিবর্তন হয়নি ৫৬টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেস্ট হোল্ডিংসের শেয়ার। কোম্পানিটির ৩৯ কোটি ৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ফার্মার ৩৪ কোটি ৪৪ লাখ টাকা, জেমিনি সী ফুডের ২৮ কোটি ৪০ লাখ টাকা, ফরচুন সুজের ২৭ কোটি ২৮ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের ২৫ কোটি ৪৮ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ২০ কোটি ২২ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৭ কোটি ২৯ লাখ টাকা, মুন্নু ফেব্রিক্সের ১৬ কোটি ৮৬ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৬ কোটি ৩৫ লাখ টাকা এবং বিডি থাইয়ের ১৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রোববার ১২ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৫৪ হাজার ১৮০ কোটি ২৬ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন ছিল সাত লাখ ৫৪ হাজার ৯৯৯ কোটি ৫৪ লাখ টাকা। প্রধান সূচক সিএএসপিআই ৭৩ দশমিক শূন্য ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৩২ দশমিক ১১ পয়েন্টে। এছাড়া সিএসই৫০ সূচক সাত দশমিক ৩৫ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৪৬ দশমিক ৮০ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৪১ দশমিক ৮০ পয়েন্টে এবং সিএসআই সূচক দুই দশমিক ৫৫ পয়েন্ট কমেছে। সিএসইতে লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৩৮টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৩১টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেস্ট হোল্ডিংসের শেয়ার। কোম্পানিটির দুই কোটি তিন লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের ৬৩ লাখ টাকা, সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের ৫৫ লাখ টাকা, ন্যাশনাল ফিডের ৫৪ লাখ টাকা, বেক্সিমকোর ৫২ লাখ টাকা, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ৪৯ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ৪০ লাখ টাকা, ফাইন ফুডসের ৩৭ লাখ টাকা, আইএফআইসি ব্যাংকের ৩৩ লাখ টাকা এবং অলিম্পিক এক্সেসরিজের ২৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।