আট শতাংশ হারিয়ে ইবিএল ফার্স্ট ফান্ড পতনের শীর্ষে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড গতকাল রোববার (২৫ ফেব্রুয়ারি) ইউনিট প্রতি দর কমেছে সাত দশমিক ৮১ শতাংশ। এতে দিনটিতে কোম্পানিটির শেয়ার দর লুজারের শীর্ষে উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে গতকাল রোববার ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটের সমাপনী দর দাঁড়ায় পাঁচ টাকা ৯০ পয়সা। আগের কর্মদিবস বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) কোম্পানিটির ইউনিটের সমাপনী দর ছিল ছয় টাকা ৪০ পয়সা। এক কর্মদিবস ব্যবধানে কোম্পানিটির ইউনিট প্রতি দর বেড়েছে ৫০ পয়সা বা সাত দশমিক ৮১ শতাংশ। আলোচ্যদিনে কোম্পানিটির লেনদেন দুই লাখ সাত হাজার ৪৯৫টি ইউনিটের। হাতবদল ৯১ বার। এদিনে বাজার মূলধন দাঁডায় ৯২ কোটি ৬৪ লাখ ২৭ হাজার টাকা।
তথ্যমতে, চলতি মাসের বিদায়ী সপ্তাহে শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির ইউনিট প্রতি সম্পদমূল্য (বাজার দর) দাঁড়ায় ৯ টাকা ২৬ পয়সা। ইউনিট প্রতি দর ১১ টাকা ১২ পয়সা। ইউনিটের ফেসভ্যালু ১০ টাকা। ২০২২-২০২৩ অর্থবছরের সমাপ্ত আর্থিক প্রতিবেদনে (জুলাই-জুন) কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ দেয়নি। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ইউনিট প্রতি মুনাফা (ইপিইউ) হয়েছিল নেগেটিভ ২৯ পয়সা। আগের ২০২১-২০২২ অর্থবছরে (জুলাই-জুন) ইউনিট প্রতি মুনাফা ছিল ১৯ পয়সা। সমাপ্ত অর্থবছরে ইউনিট প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিইউ) হয়েছিল নেগেটিভ ৯ পয়সা। আগের অর্থবছরে ইউনিট প্রতি নগদ প্রবাহ ছিল ৯৩ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির ইউনিট প্রতি সম্পদমূল্য (বাজার দর) দাঁড়িয়েছে ৯ টাকা ৭৭ পয়সা। আগের অর্থবছরের গত ৩০ জুন ইউনিট প্রতি সম্পদমূল্য (বাজার দর) দাঁড়িয়েছিল ১০ টাকা ৬৬ পয়সা।
২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৪৪ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকা। শেয়ার সংখ্যা ১৪ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ২২২টি। রিজার্ভে নেগেটিভ তিন কোটি ৩৪ লাখ টাকা। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকরা এক দশমিক ৩৮ শতাংশ শেয়ার ধারণ করেছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক পরিচালকরা ৬৩ দশমিক ২৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ৩৫ দশমিক ৩৩ শতাংশ শেয়ার ধারণ করেছে।
আলোচ্যদিনে দর কমার তালিকায় শীর্ষ দ্বিতীয়তে এসেছে পাওয়ার গ্রিডের শেয়ার। দর কমেছে ছয় দশমিক ৯০ শতাংশ। শীর্ষ তৃতীয়তে এসেছে মুন্নু ফেব্রিক্সের শেয়ার। কমেছে পাঁচ দশমিক ৯৪ শতাংশ। তালিকায় অন্য কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সী ফুডের পাঁচ দশমিক ৭৬ শতাংশ, কুইন সাউর্থ টেক্সটাইলের পাঁচ দশমিক ৫২ শতাংশ, বিআইএফসির পাঁচ দশমিক শূন্য ছয় শতাংশ, এএফসি এগ্রোর পাঁচ শতাংশ, আফতাব অটোর চার দশমিক ৮৫ শতাংশ, উত্তরা ব্যাংকের চার দশমিক ৭৭ শতাংশ এবং সাফকো স্পিনিংয়ের চার দশমিক ৩২ শতাংশের দর পতন হয়।