সূচক উত্থানের ১৮ মিনিটে লেনদেন ছাড়াল শতকোটি
সূচকের উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) শুরুর প্রথম ১৮ মিনিটে লেনদেন হয়েছে শতকোটি টাকা ছাড়িয়েছে। বেড়েছে ১৮২ কোম্পানির শেয়ার দর। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা যায়, শেয়ার ক্রয়ের চাপে লেনদেনের শুরুতেই সূচকের উত্থান হয়েছে। লেনদেনে শুরুর প্রথম ১৮ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে ১৯ পয়েন্ট। ডিএসইএক্স সূচক বেড়ে অবস্থান করেছে ছয় হাজার ২৮৮ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস পাঁচ পয়েন্ট এবং ডিএস৩০ ছয় পয়েন্ট বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮২টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ১০২ কোটি তিন লাখ টাকা।
লেনদেন শীর্ষে ওঠে এসেছে এনআরবি ব্যাংকের শেয়ার। লেনদেন করেছে ১৯ কোটি ৪৬ লাখ টাকা। এ ছাড়া ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১০ কোটি ৭১ লাখ টাকা, কাট্রালি টেক্সটাইলের ছয় কোটি ৭৬ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ছয় কোটি ৪৯ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের তিন কোটি ২৯ লাখ টাকা, রুপালি লাইফ ইন্স্যুরেন্সের তিন কোটি ২১ লাখ টাকা, মুন্নু ফেব্রিক্সের দুই কোটি ৮৫ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের দুই কোটি ৭৭ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের দুই কোটি ৪৬ লাখ টাকা এবং ওরিয়ন ইনফিউশনের এক কোটি ৮০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।