বিক্রির চাপে বেশিরভাগ কোম্পানির দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি)। শেয়ার বেচার চাপ বাড়ায় এদিন লেনদেনে অংশ নেওয়া দুই শতাধিক কোম্পানির শেয়ার দর কমেছে। বাজারে মূলধন পরিমাণও কমেছে। তবে লেনদেনের পরিমাণ বেড়েছে। লেনদেন ৯০০ কোটি টাকার ঘর ছাড়াল। সূচক পতনের চিত্র ছিল অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। বাজারে মূলধন কমেছে। বেশিরভাগ কোম্পানির দরপতন হয়েছে। তবে কমেছে লেনদেন পরিমাণ।
স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট অনুসন্ধানে দেখা যায়, শেয়ার কেনার চাপে ডিএসইতে লেনদেনের শুরুতেই সূচক উত্থান হয়। লেনদেন শুরুর প্রথম ১২ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ২৪ পয়েন্ট। ডিএসইএক্স সূচক অবস্থান করেছিল ছয় হাজার ২৯২ পয়েন্টে। পরে কমার মধ্যে ছিল সূচক। পাশাপাশি শেয়ার বেচার চাপ বাড়ে। এতে লেনদেন শেষে ডিএসইএক্স কমেছে ১৪ পয়েন্ট। লেনদেন ৯০০ কোটি টাকার ছাড়িয়েছে।
স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৯১৬ কোটি ৪২ লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার লেনদেন ৮৮৮ কোটি ৭৭ লাখ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৬০ হাজার ৭২৩ কোটি ৪৮ লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার বাজার মূলধন ছিল সাত লাখ ৬২ হাজার ৮১৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার। বৃহস্পতিবার সূচক ডিএসইএক্স ১৪ দশমিক শূন্য ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৫৪ দশমিক ৫৩ পয়েন্টে। ডিএসইএস সূচক তিন দশমিক ৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৫৯ দশমিক ৮২ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক পাঁচ দশমিক ৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১২৬ দশমিক ৭৯ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২৮টির ও কমেছে ২০৪টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৬৪টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ৪৭ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ফার্মার ৪৫ কোটি ৬৯ লাখ টাকা, এনআরবি ব্যাংকের ৩৯ কোটি সাত লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের ৩০ কোটি ৫৫ লাখ টাকা, সোনালী পেপারের ২৪ কোটি ৯৪ লাখ টাকা, মুন্নু ফেব্রিক্সের ২২ কোটি ৬৯ লাখ টাকা, বেস্ট হোল্ডিংসের ২২ কোটি ২০ লাখ টাকা, ফরচুন সুজের ২১ কোটি ৭৫ লাখ টাকা, বিডি থাইয়ের ১৫ কোটি ৭৭ লাখ টাকা এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার ১৯ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবস বুধবার লেনদেন হয়েছিল ১৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৫৩ হাজার এক কোটি ৩৬ লাখ টাকা। আগের কার্যদিবস বুধবার বাজার মূলধন ছিল সাত লাখ ৫৪ হাজার ৫৭৭ কোটি ২৮ লাখ টাকা। সিএসই প্রধান সূচক সিএএসপিআই ১৭ দশমিক ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯২৮ দশমিক ৩৮ পয়েন্টে। এছাড়া সিএসই৫০ সূচক এক দশমিক ১৪ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৯ দশমিক ৫৪ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৯ দশমিক ৬৯ পয়েন্ট এবং সিএসআই সূচক এক দশমিক ১৮ পয়েন্ট কমেছে। সিএসইতে লেনদেন হওয়া ২৬১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৮টির এবং কমেছে ১৩৯টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৩৪টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির চার কোটি ৩৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আনলিমা ইয়ার্ন ডায়িংয়ের দুই কোটি ৪৮ লাখ টাকা, প্রিমিয়ার ব্যাংকের ৭৯ লাখ টাকা, ইস্টার্ন ব্যাংকের ৭৫ লাখ টাকা, জেএমআই হাসপাতালের ৭০ লাখ টাকা, বেস্ট হোল্ডিংসের ৬৬ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ৫২ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের ৪৮ লাখ টাকা এবং রবির ৪৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।