অপারেশনাল ত্রুটিতে ডিএসইর সূচকে ভুল তথ্য, লেনদেনে মন্দা
অপারেশনাল ত্রুটির কারণে আজ রোববার (১০ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকে তথ্য ভুল দেখা দিয়েছে। তবে এদিন লেনদেনে অংশ নেওয়া ৬৫ শতাংশ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে। কমেছে লেনদেনের পরিমাণ। এদিন ৪০০ কোটি টাকার ঘরে লেনদেন চলে এসেছে।
স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট অনুসন্ধানে দেখা যায়, লেনদেন শুরুতেই আজ ডিএসইর ওয়েবসাইটে ত্রুটি দেখা দেয়। ওয়েবসাইটিতে সব ধরনের সূচকে ভুল তথ্য দেখা যায়। সূচকের গ্রাফ হালনাগাদে নানা সমস্যা তৈরি হয়। এতে ওয়েবসাইট থেকে পুঁজিবাজারের প্রকৃত অবস্থা জানতে না পারায় বিভ্রান্তিকর তথ্য দেখা যায় সূচকগুলোতে।
আজ সকাল ১০টায় শুরু হয় ডিএসইর লেনদেন। শুরু থেকেই ওয়েবসাইটে ভুল তথ্য দেখানো শুরু হয়। সকাল ১০টা ১০ মিনিটে ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯৯ দশমিক ৯৯ শতাংশ কম দেখায়। আলোচিত একই সময় শরীয়াহ সূচক ডিএসইএস আগের দিনের চেয়ে ৯৯ দশমিক ৯৯ শতাংশ কম দেখা যায়। অন্যদিকে ডিএস৩০ সূচক আগের দিনের চেয়ে দশমিক ১০৬ শতাংশ বেশি দেখিয়েছে। অবশ্য বেলা সাড়ে ১০টা ওয়েবসাইটে সূচক তিনটির সব তথ্য দেখানো হয় শূন্য।
ওয়েবসাইটে ভুল তথ্য দেখানো প্রসঙ্গে ডিএসইর টুডেস নিউজে জানানো হয়, অপারেশনাল ত্রুটির কারণে ডিএসইর সূচকে অস্বাভাবিক চিত্র দেখা দিচ্ছে। বিনিয়োগকারীদের আজকের সূচকগুলো উপেক্ষা করতে বলা হয়। একই সাথে এতে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করা হয়।
এ প্রসঙ্গে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান মুঠোফোনে এনটিভি অনলাইনকে বলেন, ‘অপারেশনাল ত্রুটিতে ডিএসইর ওয়েবসাইটে সূচকগুলোতে ভুল তথ্য দেখা যাচ্ছে। এই সমস্যা সমাধানে ডিএসইর সংশ্লিষ্ট টিম কাজ করছে। খুব দ্রুত এটা ঠিক হয়ে যাবে।’
স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ লেনদেন শেষে সূচক ডিএসইএক্স পাঁচ হাজার ৯৭১ দশমিক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪১ দশমিক ৫৬ পয়েন্টে। ডিএসইএস সূচক এক হাজার ৩০৪ দশমিক ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৮৯ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১০ দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৮৩ দশমিক ৮৫ পয়েন্টে। রোববার ডিএসইতে লেনদেন হয় ৪৭৮ কোটি ২৫ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন ৭০৩ কোটি ৭০ লাখ টাকা। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৮৪টির ও কমেছে ২৬১টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৫৪টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিকের শেয়ার। কোম্পানিটির ৩৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে গোল্ডেন সনের ২৩ কোটি ১২ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৭ কোটি সাত লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ১৫ কোটি ৪০ লাখ টাকা, বেস্ট হোল্ডিংসের ১২ কোটি ১০ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১১ কোটি ৮৮ লাখ টাকা, আফতাব অটোর ১১ কোটি ৪১ লাখ টাকা, ফরচুন সুজের ৯ কোটি ৯০ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ৯ কোটি ৭০ লাখ টাকা এবং জিকিউ বলপেনের আট কোটি ৯১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।