পুঁজিবাজারে তারল্য বাড়াতে সহায়তার আশ্বাস বাংলাদেশ ব্যাংকের : ডিবিএ
পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়াতে নীতি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম। ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম নেতৃত্বে প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) খুরশীদ আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় তিনি এ আশ্বাস দেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা দাবি করে ডিবিএ বলেছে, ডিবিএর সদস্যরা পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ডেপুটি গভর্নরকে অবহিত করেন। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের সহায়তা চান। পরে খুরশীদ আলম পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়াতে শিগগির নীতি সহায়তা প্রদানের আশ্বাস দেন। এ ছাড়া বাজারে নতুন কোম্পানি তালিকাভুক্তির জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সহায়ক ভূমিকা পালনের আশ্বাস দেন।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের নানান ইতিবাচক পদক্ষেপের দরূন দেশের সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে, যার প্রতিফলন শিগগির পুঁজিবাজারে দেখা যাবে বলে বাংলাদেশ ব্যাংক ও ডিবিএ দৃঢ়ভাবে বিশ্বাস করে। সাক্ষাতে খুরশীদ আলম বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার জন্য ডিবিএ এবং বিএমবিএর সদস্যদের যথাযথ কার্যক্রম ও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন।
সাইফুল ইসলাম ছাড়া এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাজেদা খাতুন, সাবেক প্রেসিডেন্ট মো. ছাইদুর রহমান।