পাঁচদিনের ছুটিতে যাচ্ছে পুঁজিবাজার
পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা পাঁচদিন (আগামী ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল) বন্ধ থাকবে পুঁজিবাজারের লেনদেন। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞতিতে ডিএসই জানায়, ৩০ রোজার হিসাব ধরে আগামীকাল বুধবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। যা শেষ হবে আগামী রোববার (১৪ এপ্রিল)। পহেলা বৈশাখ উপলক্ষে রোববার ডিএসইর লেনদেন বন্ধ থাকবে। এতে টানা পাঁচদিন বন্ধের পর আগামী ১৫ এপ্রিল পুঁজিবাজারে লেনদেন চালু হবে।
উল্লেখ্য, আলোচিত এই পাঁচদিন বন্ধ থাকবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন।