ডিএসইতে ৮৫ শতাংশ কোম্পানির দরপতন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ সোমবার (১৫ এপ্রিল)। বিক্রির চাপ বাড়ায় এদিন লেনদেনে অংশ নেওয়া ৮৫ শতাংশ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে। এদিন মন্দায় ফিরেছে লেনদেন। কমেছে বাজারে মূলধনের পরিমাণ। মন্দা লেনদেনসহ সব ধরনের সূচক পতনের একই অবস্থা আজ অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। লেনদেনে অংশ নেওয়া ৭৫ শতাংশ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে। কমেছে বাজারে মূলধন পরিমাণ।
স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, সূচক পতন দিয়েই আজ ডিএসইর লেনদেন শুরু হয়েছে। বেলা বাড়ায় সেই পতন আরও বড় হয়েছে। লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স পতন হয়েছে ৮৫ পয়েন্ট। এক কর্মদিবসের ব্যবধানে আজ বাজারে মূলধন কমেছে পাঁচ হাজার ১৮৩ কোটি টাকা। মন্দায় এদিন পুঁজিবাজারে লেনদেন তিনশ কোটি টাকার ঘরে চলে এসেছে।
জানা যায়, আজ সোমবার ডিএসইতে লেনদেন হয় ৩৬৭ কোটি ৫৩ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার (৯ এপ্রিল) লেনদেন ছিল ৪৪৩ কোটি ৮৪ লাখ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৯ হাজার ৫৫১ কোটি ৬০ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল ছয় লাখ ৮৪ হাজার ৭৩৪ কোটি ৯৩ টাকার শেয়ার।
আজ সূচক ডিএসইএক্স তিন দশমিক ৮৫ দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৭৮ দশমিক ৭৬ পয়েন্টে। ডিএসইএস সূচক ১৬ দশমিক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৬৬ দশমিক শূন্য এক পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১৭ দশমিক ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১৪ দশমিক ৮৯ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩২টির ও কমেছে ৩৩৬টি বা ৮৫ দশমিক শূন্য ছয় শতাংশ। শেয়ারদর পরিবর্তন হয়নি ২৭টির।
আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডের শেয়ার। কোম্পানিটির ১৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মালেক স্পিনিংয়ের ১২ কোটি ৩৬ লাখ টাকা, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ১১ কোটি ৫৬ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১০ কোটি ৬৩ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকসের ১০ কোটি ২৫ লাখ টাকা, কোহিনূর কেমিক্যালের ১০ কোটি সাত লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ৯৬ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ৯ কোটি ৪৩ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের আট কোটি ৬৩ লাখ টাকা এবং ওরিয়ন ইনফিউশনের আট কোটি ১৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
সিএসইতে আজ সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। লেনদেনে অংশ নেওয়া ৭৫ শতাংশ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে। কমেছে বাজারে মূলধনসহ লেনদেনের পরিমাণ। সিএসইতে সোমবার আট কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আগের কর্মদিবস মঙ্গলবার (৯ এপ্রিল) লেনদেন হয়েছিল ৯ কোটি ৮১ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১০ হাজার ৩১২ কোটি ৫১ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল সাত লাখ ১৪ হাজার ১৭১ কোটি ২৩ লাখ টাকা।
সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৮৯ দশমিক ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৪৩ দশমিক ৭৮ পয়েন্টে। এছাড়া সিএসই৫০ সূচক ১৭ দশমিক ৭৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৯২ দশমিক ৮১ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১১৪ দশমিক শূন্য দুই পয়েন্ট এবং সিএসআই সূচক আট দশমিক শূন্য চার পয়েন্ট কমেছে। সিএসইতে লেনদেন হওয়া ১৭৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩০টির এবং কমেছে ১৩৫টি বা ৭৫ দশমিক ৪১ শতাংশ । শেয়ার দর পরিবর্তন হয়নি ১৪টির।
আজ সিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে নাভানা ফার্মার শেয়ার। কোম্পানিটির দুই কোটি ৩৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের এক কোটি ৯৪ লাখ টাকা, রবির ৬০ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের ৪২ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ৩৯ লাখ টাকা, এসএস স্টিলের ২৭ লাখ টাকা, বেস্ট হোল্ডিংসের ২৩ লাখ টাকা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ১৩ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকসের ১২ লাখ টাকা এবং ফু-ওয়াং সিরামিকের ১১ ১৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।