মিডল্যান্ড ব্যাংকের মুনাফার ২৮ শতাংশ পাবে শেয়ারহোল্ডাররা
পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক কোম্পানি মিডল্যান্ড ব্যাংকের ২০২৩ সমাপ্ত বছরে (জানুয়ারি-ডিসেম্বর) শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। এর মধ্যে কোম্পানির শেয়ারহোল্ডাররা প্রতি শেয়ারে পাবে ৫০ পয়সা বা ২৮ দশমিক ২৫ শতাংশ। বাকি এক টাকা ২২ পয়সা বা ৭১ দশমিক ৭৫ শতাংশ চলে যাবে কোম্পানির রিজার্ভ বা রিটেইল প্রফিটে।
জানা যায়, ২০২৩ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে এক টাকা ৭৭ পয়সা। আগের ২০২২ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা ছিল ৮৮ পয়সা। এ সময়ের ব্যবধানে শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ৩৫ পয়সা বা ৩৯ দশমিক ৭৭ শতাংশ। ২০২৩ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য শেয়ার প্রতি ৫০ পয়সা নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা শেয়ার প্রতি ফেস ভ্যালুর ৫ শতাংশ।
আলোচিত সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫৫ পয়সা। আগের বছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল চার টাকা ২২ পয়সা। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৩১ পয়সা। আগের বছরে শেয়ার প্রতি সম্পদমূল্য ছিল ১১ টাকা ৯৫ পয়সা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে আগামী ১৩ জুন, সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ মে।