আইএফআইসি ব্যাংকের ৩.৮৫ কোটি শেয়ার কিনলেন সালমান এফ রহমানের ছেলে
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংকের ৩ কোটি ৮৫ লাখ ৩৫ হাজার শেয়ার কিনেছেন আহমেদ সায়ান ফজলুর রহমান। গত সোমবার (২৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তিনি এই শেয়ার কেনার ঘোষণা দেন। সেখানে ৩০ কার্যদিবসের মধ্যে তিনি ওই পরিমাণ শেয়ার কিনবেন বলে ঘোষণায় উল্লেখ করা হয়। আজ বৃহস্পতিবার (৩০ মে) ডিএসই জানায় ঘোষিত শেয়ার কেনা সম্পন্ন করেছেন আহমেদ সায়ান ফজলুর রহমান।
বর্তমানে ব্যাংকটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন তার বাবা প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
এদিকে, যখন আহমেদ সায়ান ফজলুর রহমান আইএফআইসি ব্যাংকের শেয়ার কেনার ঘোষণা দেন, সেই সময় (২৭ মে) লেনদেন শুরুতে ব্যাংকটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৮ টাকা ৮০ পয়সা। শেয়ার কেনার ঘোষণা আসার পর গতকাল বুধবার কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে ৯ টাকা ৭০ পয়সায় ওঠে আসে।