সূচক পতনে একের পর এক রেকর্ড
আজও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে প্রধান সূচক ডিএসইএক্স পতনের একের পর এক রেকর্ড গড়ছে। তেমনি গতকালের রেকর্ড ভেঙে আজ মঙ্গলবার (১১ জুন) ডিএসইএক্স পতনের নতুন রেকর্ড গড়েছে। এতে ডিএসইএক্স পতন হয়ে আজ গত ৪৩ মাস দুই দিনের মধ্যে সর্বনিম্ন পয়েন্টে অবস্থান করেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া ৭৮ শতাংশ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে। কমেছে বাজারে মূলধন। তবে বিক্রির চাপ বাড়ায় এদিন লেনদেনের পরিমাণ বেড়েছে।
অনুসন্ধানে দেখা যায়, লেনদেনের শুরুতেই আজ ডিএসইর প্রধান সূচক ছিল নিম্নমুখী। বেলা বাড়ার পর সেই পতন বৃত্ত উত্থানে ফিরে। তবে সেই উত্থান ধরে রাখতে পারেনি। লেনদেনের ৫০ মিনিট পর প্রধান সূচক পতনে ফিরে। মঙ্গলবার দিনশেষে ডিএসইএক্স ৩৫ পয়েন্ট কমে পাঁচ হাজার ৭০ পয়েন্টে নেমে আসে। এ ধরনের কম পয়েন্টের সূচক গত ৪৩ মাস দুই দিনের মধ্যে দেখেনি বিনিয়োগকারীরা। এর আগে ২০২০ সালের ৯ ডিসেম্বর সূচক ডিএসইএক্স পাঁচ হাজার ৬৯ পয়েন্টে নেমেছিল।
ডিএসইর সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৪৩১ কোটি ৬৪ লাখ টাকা। আগের কর্মদিবস সোমবার লেনদেন ছিল ৩১৮ কোটি ৭৮ লাখ টাকা। আলোচিত দিনে পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৩০ হাজার ৬৭০ কোটি ১৫ লাখ টাকা। আগের কর্মদিবস সোমবার বাজার মূলধন ছিল ছয় লাখ ৩৩ হাজার ৮২৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার।
আজ সূচক ডিএসইএক্স ৩৫ দশমিক ৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭০ দশমিক শূন্য এক পয়েন্টে। আগেরদিন সোমবার সূচক ডিএসইএক্স ৬৫ দশমিক ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১০৫ দশমিক ৮৮ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক ৯ দশমিক ৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৩ দশমিক ৭৮ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক আট দশমিক ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮০৩ দশমিক শূন্য পাঁচ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৫১টির এবং কমেছে ৩০৮টি। শেয়ার দর পরিবর্তন হয়নি ৩৫টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে বিকন ফার্মার শেয়ার। কোম্পানিটির ৭২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে তিন শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে সাত দশমিক ৫১ শতাংশ।