পুঁজিবাজারের উন্নয়নে বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাত দফা
বর্তমানে পুঁজিবাজারের অবস্থা খুবই নাজুক। এই অবস্থা থেকে উত্তরণ ও দীর্ঘমেয়াদি উন্নয়নে সরকারের কাছে নানা সুযোগ সুবিধা চাচ্ছে বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। এসময় পুঁজিবাজারের স্বার্থে আসন্ন ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটে সাত দফা প্রস্তাব জানিয়েছে সংগঠনটি। গতকাল মঙ্গলবার (২৫ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী বরাবর এই সংক্রান্ত লিখিত এক প্রস্তাবনা দিয়েছেন বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক।
ওই প্রস্তাবনায় বলা হয়, গত ৬ জুন অর্থমন্ত্রী প্রস্তাবিত ২০২৪-২০২৫ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করেছে। যা দেশের অগ্রযাত্রা, প্রবৃদ্ধি অর্জন ও উন্নয়নে এই বাজেট অগ্রণী ভূমিকা পালন করবে।
ওই প্রস্তাবনায়, পুঁজিবাজারের বর্তমান পতন থেকে বেড়িয়ে আসতে সরকারের বিশেষ দৃষ্টি রাখার প্রস্তাব দেন। একই সাথে পুঁজিবাজার উন্নয়নে প্রস্তাবিত বাজেটে বেশকিছু সুযোগ সুবিধা জরুরি। তাই চূড়ান্ত বাজেটে নিম্নলিখিত সাত দফা প্রস্তাব সংযোজন করার জোর দাবি জানান। এইগুলো হলো- ক্যাপিটাল গেইনের ওপর কর প্রত্যাহার, ডিভিডেন্ডের ওপর কর প্রত্যাহার, তালিকাভুক্ত কোম্পানি ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যকার করহারের ব্যবধান বাড়ানো, করপোরেট করহার কমানো, অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ সুবিধা, তালিকাভুক্ত কোম্পানিগুলোর নিট মুনাফার ন্যূনতম ৫০ শতাংশ লভ্যাংশ প্রদান ব্যবস্থাসহ পুঁজিবাজারকে দুঃসময়ে সাপোর্ট দিতে বিশেষ বরাদ্দ ব্যবস্থা রাখা।