টেকনো ড্রাগসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওযুধ ও রসায়ন খাতের কোম্পানি টেকনো ড্রাগসের গত অর্থবছরের (২০২৩-২০২৪ অর্থবছর) তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) মুনাফা বেড়েছে। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। আজ রোববার (১৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত অর্থবছরের (২০২৩-২০২৪) তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির বেসিক শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪২ পয়সা। আগের অর্থবছরের (২০২২-২০২৩) একই সময়ে (জানুয়ারি-মার্চ) বেসিক শেয়ার প্রতি মুনাফা ছিল ৩১ পয়সা। এই সময়ের ব্যবধানে শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ১১ পয়সা। তবে আইপিও পরবর্তী শেয়ার সংখ্যার নিরিখে গেল অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা দাঁড়িয়েছে ৩০ পয়সা।
আলোচিত অর্থবছরের (২০২৩-২০২৪) তিন প্রান্তিকের (জুলাই-মার্চ) কোম্পানিটির বেসিক শেয়ার প্রতি মুনাফা হয়েছে দুই টাকা ৫৮ পয়সা। আগের অর্থবছরের (২০২২-২০২৩) একই সময়ে (জুলাই-মার্চ) শেয়ার প্রতি মুনাফা ছিল এক টাকা ৯০ পয়সা। তবে আইপিও পরবর্তী শেয়ার সংখ্যার নিরিখে তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা দাঁড়িয়েছে ১ টাকা ৮৪ পয়সা। গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৫ টাকা ৫১ পয়সা।