লেনদেনের নিম্ন রেকর্ড, ৯১ শতাংশ কোম্পানির দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (২৪ জুলাই)। এদিন লেনদেনে অংশ নেওয়া ৯১ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। গত বৃহস্পতিবারের (১৮ জুলাই) তুলনায় লেনদেন কমে আজ দেড়’শ কোটি টাকার ঘরে নেমে এসেছে। আজকের এই লেনদেন গত দেড় বছরের মধ্যে সর্বনিম্ন হিসেবে বিবেচ্য হয়েছে। গত কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় এদিন পুঁজিবাজারে মূলধন পরিমাণ কমেছে ছয় হাজার ৩২৮ কোটি টাকা।
ডিএসইর সূত্রে জানা গেছে, গত বছরের ২রা জানুয়ারিতে ডিএসইতে লেনদেন হয়েছিল ১৪৬ কোটি ৫১ লাখ টাকা। পরে আজ ডিএসইতে লেনদেন হয়েছে ১৫৯ কোটি ৩৭ লাখ টাকা। যা গত ১৮ মাস ২২ দিনের মধ্যে এটি সর্বনিম্ন হিসেবে বিবেচ্য হয়েছে। আগের কর্মদিবস গত বৃহস্পতিবার লেনদেন ছিল ৩৭১ কোটি ৫২ টাকা। আলোচিত এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫৪ হাজার ৫৮৫ কোটি ৫৪ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৬০ হাজার ৯১৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার।
আজ সূচক ডিএসইএক্স ৯৫ দশমিক ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৫০ দশমিক ৮৩ পয়েন্টে। আগের কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৪৪৬ দশমিক ৫০ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক ২১ দশমিক ৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৬৯ দশমিক ৫৫ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৩৭ দশমিক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯০৮ দশমিক ৫১ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২০টির ও কমেছে ৩৫৫টি বা ৯১ দশমিক শূন্য দুই পয়েন্টের। শেয়ার দর পরিবর্তন হয়নি ১৫টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে লিবরা ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে কোহিনূর কেমিক্যালের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে তিন শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে টেকনো ড্রাগসের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ১০ শতাংশ।