পুঁজিবাজারের উত্থান
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে ফিরেছে আজ বৃহস্পতিবার (২৫ জুলাই)। লেনদেন বেড়ে আজ পাঁচশ কোটি টাকার ঘরের কাছাকাছিতে অবস্থান করেছে। বেড়েছে পুঁজিবাজারে মূলধনের পরিমাণ। আজ লেনদেনে অংশ নেওয়া ৭৩ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে।
ডিএসইর সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে লেনদেন হয় ৪৯৭ কোটি ৩৪ লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার লেনদেন ছিল ১৫৯ কোটি ৩৭ লাখ টাকা। আজ পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫৭ হাজার ৭৫০ কোটি ৬১ লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৫৪ হাজার ৫৮৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধন বেড়েছে তিন হাজার ১৬৫ কোটি সাত লাখ টাকা।
আজ সূচক ডিএসইএক্স ৬২ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪১৩ দশমিক ৬৪ পয়েন্টে। আগের কর্মদিবস বুধবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৩৫০ দশমিক ৮৩ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক ১৩ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৮৩ দশমিক ৩৭ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ২৪ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৩২ দশমিক ৭৬ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৮৬টির ও কমেছে ৬৬টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৪০টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে স্কয়ার ফার্মার শেয়ার। কোম্পানিটির ৩৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে রংপুর ফাউন্ড্রির শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে দুই দশমিক ৯৮ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে টেকনো ড্রাগসের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ।