সাইবার হামলার ভয়ে ডিএসইর ওয়েবসাইট বন্ধ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। সাইবার হামলার ভয়ে গতকাল শুক্রবার (২৬ জুলাই) ভোর থেকে ডিএসইর কর্তৃপক্ষ এই ওয়েবসাইট বন্ধ করে রেখেছে।
সাইবার হামলার হুমকি আছে জানিয়ে ডিএসইর এক কর্মকর্তা জানান, অনেকদিন ধরেই ডিএসইর ওয়েবসাইটি হ্যাকের হুমকি দিয়ে আসছে হ্যাকাররা। অতীতে কয়েকবার ডিএসইর ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করেছিল তারা। কিন্তু সফল হতে পারেনি। এবারেও সেই ধরনের চেষ্টা করা হচ্ছে, এমন হুমকি এসেছে। তাই সার্বিক নিরাপত্তার স্বার্থে ডিএসইর গুরুত্বপূর্ণ এই ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। তবে সব কিছু ভাল থাকলে আগামীকাল রোববার (২৮ জুলাই) পুঁজিবাজারে লেনদেন শুরু হওয়ার আগে ডিএসইর ওয়েবসাইট খুলে দেওয়া হবে।
ডিএসইর ওয়েবসাইটে বন্ধ প্রসঙ্গে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাত্বিক আহমেদ শাহি এনটিভি অনলাইনকে বলেন, ন্যাশনাল থ্রেট আছে। তাই ডিএসইর ওয়েবসাইট আপাতত বন্ধ। গত বৃহস্পতিবার রাতে সাইবার হামলার থ্রেটের বিষয়টি আমরা জানতে পারি। এরপর গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত কাজ করে আমরা ডিএসইর ওয়েবসাইটি বন্ধ করি।
আগামীকাল রোববারের লেনদেনের বিষয়ে সাত্বিক আহমেদ শাহি বলেন, আমরা আগে সবকিছু দেখবো। দেখে তারপর সবকিছু করবো। আমরা সরকারের ডিসিশনের দিকে তাকিয়ে আছি। আমার সঙ্গে রিলেটেড ব্যাংক সবাই তাকিয়ে আছে। যদি অন্য ধরনের কিছু না হয়, তাহলে ইনশাআল্লাহ আগামীকাল লেনদেন হবে। লেনদেন হলে তার আগেই ওয়েবসাইট খুলে দেওয়া হবে।