৬৭ শতাংশ কোম্পানির দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স পতনে লেনদেন শেষ হয়েছে আজ রোববার (২৮ জুলাই)। এদিন লেনদেনে অংশ নেওয়া ৬৬ দশমিক ৫৮ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। গত কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় আজ রোববার লেনদেন পরিমাণ কমেছে। পাশাপাশি কমেছে পুঁজিবাজারে মূলধনের পরিমাণও।
ডিএসইর সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে লেনদেন হয় ৪৮৮ কোটি ৩৮ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন ছিল ৪৯৭ কোটি ৩৪ টাকা। আলোচিত এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫৬ হাজার ৭৮৬ কোটি ২৩ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৫৭ হাজার ৭৫০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার।
আজ সূচক ডিএসইএক্স ২৯ দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৮৩ দশমিক ৭২ পয়েন্টে। আগের কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৪১৩ দশমিক ৬৪ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক পাঁচ দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৭৭ দশমিক ৭১ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১১ দশমিক ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯২১ দশমিক ২৫ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৮৮টির ও কমেছে ২৬১টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৪৩টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে অগ্নি সিস্টেমসের শেয়ার। কোম্পানিটির ২৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে সুহৃদ ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে তিন শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে টেকনো ড্রাগসের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৯২ শতাংশ।