উত্থানে ফিরেছে ডিএসই
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (৩১ জুলাই)। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। গত কর্মদিবস মঙ্গলবারের তুলনায় আজ লেনদেন পরিমাণ বেড়েছে। একই সাথে মূলধনের পরিমাণও বেড়েছে।
ডিএসইর সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে লেনদেন হয় ৪৭০ কোটি ৫৮ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন ছিল ৪৩২ কোটি ৬৯ লাখ টাকা। আলোচিত এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৪৯ হাজার ৩৮৭ কোটি সাত লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৪৮ হাজার ২৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার।
আজ সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৮০ দশমিক ৪৭ পয়েন্টে। আগের কর্মদিবস মঙ্গলবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ২৬৯ দশমিক ৫২ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক দুই দশমিক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৫৩ দশমিক ৯৭ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক চার দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৮৬ দশমিক ১৮ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৭১টির ও কমেছে ১৬৩টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৬৩টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে টেকনো ড্রাগসের শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ৫১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে সাত দশমিক ৬৩ শতাংশ। দর কমার শীর্ষে উঠে এসেছে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে দুই দশমিক ৯৮ শতাংশ।