উত্থানে প্রধান সূচক, লেনদেনে মন্দা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ রোববার (২৫ আগস্ট)। এদিন বেড়েছে মূলধনের পরিমাণ। তবে, গত কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় আজ রোববার লেনদেনের পরিমাণ কমেছে। লেনদেনে অংশ নেওয়া ৬০ দশমিক ৩০ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৫৫৮ কোটি তিন লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন ছিল ৭৭৮ কোটি ৫৫ লাখ টাকা। আলোচিত এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৩ হাজার ৬৬১ কোটি ৮৭ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৯২ হাজার ৮৩১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার।
আজ সূচক ডিএসইএক্স দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭০০ দশমিক ৫৮ পয়েন্টে। আগের কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইএক্স ছিল পাঁচ হাজার ৬৯৯ দশমিক ৯১ পয়েন্টে। ডিএসইএস সূচক দুই দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২২০ দশমিক ৯৯ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক দুই দশমিক ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৮৮ দশমিক ১২ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২৪টির ও কমেছে ২৪০টির বা ৬০ দশমিক ৩০ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ৩৪টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৩৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে রিলায়েন্স ওয়ান ফান্ডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে ছয় দশমিক ৫৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংকের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ।