বেড়েছে ৭৫ শতাংশ কোম্পানির শেয়ার দর
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট)। এদিন বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে তিন হাজার ৯০৬ কোটি টাকা। গত কর্মদিবস বুধবারের তুলনায় আজ বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ বেড়েছে ৬৫ কোটি টাকা। বেড়েছে লেনদেনে অংশ নেওয়া ৭৫ শতাংশ কোম্পানির শেয়ারের দর।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৯৬৩ কোটি ২৬ লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার লেনদেন ছিল ৮৯৮ কোটি ৬৪ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৯ হাজার ৫৮১ কোটি ৫৪ লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৯৫ হাজার ৬৭৫ কোটি ২৩ লাখ টাকা।
আজ সূচক ডিএসইএক্স ৪৭ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮০৪ দশমিক ৪১ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক ছয় দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৪১ দশমিক ২৬ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ছয় দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১২৪ দশমিক ৭০ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৯৮টির বা ৭৫ দশমিক শূন্য ছয় শতাংশ ও কমেছে ৬৭টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৩২টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিট্রিশ আমেরিকান টোব্যাকোর শেয়ার। কোম্পানিটির ৭৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ারের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৯২ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।