অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ রোববার (১ সেপ্টেম্বর)। এদিন বেড়েছে বাজারে মূলধনের পরিমাণ। বেড়েছে লেনদেনে অংশ নেওয়া ৬৫ শতাংশ কোম্পানির শেয়ারের দর। কিন্তু গত কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় আজ রোববার লেনদেনের পরিমাণ কমেছে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৯৩৩ কোটি ৬৩ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন ছিল ৯৬৩ কোটি ২৬ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ এক হাজার ৬৭৩ কোটি ৬২ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৯৯ হাজার ৫৮১ কোটি ৫৪ লাখ টাকা।
আজ সূচক ডিএসইএক্স ২৪ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮২৯ দশমিক ৩৭ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক চার দশমিক ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৪৫ দশমিক ৫৫ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক চার দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১২৮ দশমিক ৮৪ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৫৫টির বা ৬৫ দশমিক ৩৮ শতাংশ ও কমেছে ১০০টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৩৫টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিট্রিশ আমেরিকান টোব্যাকোর শেয়ার। কোম্পানিটির ৮৬ কোটি ২৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে খুলনা পাওয়ারের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে ১০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ।