দুই ঘণ্টায় লেনদেন ৪৯৩ কোটি টাকা, পতনে প্রধান সূচক
প্রধান সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ সোমবার (২ সেপ্টেম্বর) শুরুর প্রথম দুই ঘণ্টায়, অর্থাৎ বেলা ১২টায় লেনদেন হয়েছে ৪৯৩ কোটি টাকার শেয়ার। এই সময়ে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, লেনদেনের শুরুর প্রথম ৩৪ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছিল ৩১ পয়েন্ট। ওই সময় ডিএসইএক্স সূচক অবস্থান করেছিল পাঁচ হাজার ৮৬০ পয়েন্টে। পরে সেই সূচকের উত্থান অবস্থান ধরে রাখতে পারেনি। লেনদেনের শুরুর প্রথম দুই ঘণ্টা পর সূচক ডিএসইএক্স পতনে ফিরে আসে। আলোচিত ডিএসইএক্স চার দশমিক ৬৩ পয়েন্ট পতন হয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮২৪ দশমিক ৭৩ পয়েন্টে। আলোচিত সময়ে ডিএসইএস সূচক এক দশমিক ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৪৩ দশমিক ৭৯ পয়েন্টে। তবে ডিএস৩০ সূচক পাঁচ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৩৩ দশমিক ৮৪ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৩টির, কমেছে ২১৬টির বা ৫৪ দশমিক ৪১ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ারদর।
ওই সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার। লেনদেন করেছে ৪৩ কোটি এক লাখ টাকা। এ ছাড়া ব্র্যাক ব্যাংকের ৩৬ কোটি ৪৪ লাখ টাকা, এমজেএল বাংলাদেশের ৩০ কোটি ৭৯ লাখ টাকা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১৬ কোটি ৭৩ লাখ টাকা, সী পার্ল বিচের ১১ কোটি ৭১ লাখ টাকা, গ্রামীণফোনের ১০ কোটি ৬৯ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের আট কোটি ৮৭ লাখ টাকা, টেকনো ড্রাগসের আট কোটি ৫৪ লাখ টাকা, সায়হাম কর্টনের আট কোটি ২৩ লাখ টাকা এবং খুলনা পাওয়ারের আট কোটি আট লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।