৬৫ শতাংশ কোম্পানির দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর)। লেনদেনে অংশ নেওয়া ৬৫ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। গত কর্মদিবস সোমবারের তুলনায় আজ মঙ্গলবার লেনদেনের পরিমাণ কমেছে। লেনদেন কমে ৭০০ কোটি টাকা ঘরে নেমে এসেছে। তবে, এদিন বেড়েছে বাজারে মূলধনের পরিমাণ।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৭২৬ কোটি ৫০ লাখ টাকা। আগের কর্মদিবস সোমবার লেনদেন ছিল এক হাজার ৬৫ কোটি ৫৪ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৮ হাজার ৭৩৬ কোটি ২৩ লাখ টাকা। আগের কর্মদিবস সোমবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৯৮ হাজার ৬৪৫ কোটি ৪৩ লাখ টাকা।
আজ সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৮৬ দশমিক ৫১ পয়েন্টে। ডিএস৩০ সূচক এক দশমিক শূন্য এক পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১৩৩ দশমিক শূন্য ৯ পয়েন্টে। তবে, ডিএসইএস সূচক এক পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৩৩ দশমিক শূন্য ৯ পয়েন্টে।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০২টির ও কমেছে ২৫৮টির বা ৬৪ দশমিক ৮২ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ৩৮টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৩৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে নিউ লাইন ক্লোথিংসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৭৭ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বঙ্গজের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।