৩০ মিনিটেই লেনদেন ৮১ কোটি টাকা, প্রধান সূচক উত্থানে
প্রধান সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) শুরুর প্রথম ৩০ মিনিট, অর্থাৎ বেলা ১০টা ৩০ মিনিটে লেনদেন হয়েছে ৮১ কোটি টাকার শেয়ার। এ সময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, লেনদেনের শুরুর প্রথম ৯ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছিল ২০ পয়েন্ট। এই সময় ডিএসইএক্স সূচক অবস্থান করেছিল পাঁচ হাজার ৮০৬ পয়েন্টে। পরে সেই সূচকের উত্থান অবস্থান ধরে রাখতে পারেনি। লেনদেনের শুরুর প্রথম ৩০ মিনিটে সেই সূচক ডিএসইএক্সের উত্থানে গতি কমে আসে। এ সময় ডিএসইএক্স চার দশমিক ৫৪ পয়েন্ট উত্থান হয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৯১ দশমিক শূন্য ছয় পয়েন্টে।
আলোচিত সময় ডিএসইএস সূচক তিন দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৪০ দশমিক ৮৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক এক দশমিক ৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১৩১ দশমিক ১৮ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮৪টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারদর।
ওই সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। লেনদেন করেছে ছয় কোটি ৭১ লাখ টাকা। এ ছাড়া বঙ্গজের চার কোটি ৫৯ লাখ টাকা, সী পার্ল বিচের তিন কোটি ৭৬ লাখ টাকা, লিবরা ইনফিউশনসের তিন কোটি ২২ লাখ টাকা, ইবনে সিনার তিন কোটি ছয় লাখ টাকা, সোনালী পেপারের দুই কোটি ৪২ লাখ টাকা, এমজেএল বাংলাদেশের দুই কোটি ৩৪ লাখ টাকা, গ্রামীণফোনের দুই কোটি টাকা, শাইনপুকুর সিরামিকের এক কোটি ৯৮ লাখ টাকা ও জিপিএইচ ইস্পাতের এক কোটি ৯৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।