পতনে সূচক, লেনদেনেও মন্দা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (৪ সেপ্টেম্বর)। লেনদেনে অংশ নেওয়া ৬৬ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। গত কর্মদিবস মঙ্গলবারের তুলনায় আজ বুধবার লেনদেনের পরিমাণ কমেছে। লেনদেন ছয়শ কোটি টাকার নিচে নেমে এসেছে। বাজারে কমেছে মূলধনের পরিমাণও।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯৩ কোটি ৪৭ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন ছিল ৭২৬ কোটি ৫০ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৪ হাজার ৭৪৩ কোটি ৫৯ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৯৮ হাজার ৭৩৬ কোটি ২৩ লাখ টাকা।
আজ সূচক ডিএসইএক্স ৪৭ দশমিক ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৩৯ দশমিক শূন্য ছয় পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৯ দশমিক ৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১১৩ দশমিক ২৪ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ৯ দশমিক ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২২৭ দশমিক ৮৫ পয়েন্টে।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৮১টির ও কমেছে ২৬৪টির বা ৬৬ দশমিক ৫০ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ৫২টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৪৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ফার ইস্টা ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৮০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৫২ শতাংশ।