ডিএসইএক্সে পতন, ৫২ মিনিটে লেনদেন ১৫৮ কোটি টাকা
প্রধান সূচক ডিএসইএক্স পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) শুরুর প্রথম ৫২ মিনিট, অর্থাৎ বেলা ১০টা ৫২ মিনিটে লেনদেন হয়েছে ১৫৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার। এ সময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর পতন হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, লেনদেনের শুরুর প্রথম ৩৫ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স পতন হয়েছিল ২৭ পয়েন্ট। এই সময় ডিএসইএক্স সূচক অবস্থান করেছিল পাঁচ হাজার ৭১২ পয়েন্টে। পরে সেই সূচকের পতন বৃত্ত কমতে থাকে। লেনদেনের শুরুর প্রথম ৫২ মিনিটে সেই সূচক ডিএসইএক্সের পতনের গতি কমে আসে। এ সময় ডিএসইএক্স আট দশমিক ৪১ পয়েন্ট পতন হয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৩০ দশমিক ৬৪ পয়েন্টে।
আলোচিত সময় ডিএস৩০ সূচক চার দশমিক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১০৮ দশমিক ৯৬ পয়েন্টে। ডিএসইএস সূচক দশমিক ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২২৮ দশমিক ১৪ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানির শেয়ারদর।
ওই সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে লিন্ডে বিডির শেয়ার। লেনদেন করেছে ৫০ কোটি ২৪ লাখ টাকা। এ ছাড়া গ্রামীণফোনের সাত কোটি ১৫ লাখ টাকা, ইবনে সিনার চার কোটি ৯২ লাখ টাকা, আইএফআইসির ব্যাংকের তিন কোটি ৮৫ লাখ টাকা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর তিন কোটি ৭৪ লাখ টাকা, রূপালী ব্যাংকের তিন কোটি ৭০ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের দুই কোটি ৭৬ লাখ টাকা, সোনালী পেপারের দুই কোটি ১১ লাখ টাকা ও মিডল্যান্ড ব্যাংকের দুই কোটি ১১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।