৭৩ শতাংশ কোম্পানির দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ রোববার (৮ সেপ্টেম্বর)। লেনদেনে অংশ নেওয়া ৭৩ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। যদিও গত কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় বেড়েছে লেনদেনের পরিমাণ। পাশাপাশি মূলধনের পরিমাণও বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৬৭৮ কোটি ৮২ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন ছিল ৬৭৪ কোটি ৯০ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৪ হাজার ৬৯৬ কোটি ৪৫ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৯২ হাজার ৪৩১ কোটি ১৮ লাখ টাকা।
সূচক ডিএসইএক্স ৪৯ দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬৭৯ দশমিক ৩০ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ১৪ দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১০০ দশমিক ১৯ পয়েন্টে। ডিএসইএস সূচক সাত দশমিক ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২২১ দশমিক ৩৭ পয়েন্টে।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৬৪টির ও কমেছে ২৮৯টির বা ৭২ দশমিক ৭৯ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ৪৪টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে লিন্ডে বিডির শেয়ার। কোম্পানিটির ৩২ কোটি ১৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৯৪ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এসবিএসি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে আট দশমিক ৩৩ শতাংশ।