লেনদেন বাড়লেও ডিএসইতে কমেছে মূলধন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)। লেনদেনে অংশ নেওয়া ৬৯ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। একদিনের ব্যবধানে বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে তিন হাজার ৪৫২ কোটি টাকা। গত কর্মদিবস সোমবারের তুলনায় আজ মঙ্গলবার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন কমে পাঁচশ কোটি টাকার ঘরে নেমে এসেছে।
ডিএসইর সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬২ কোটি ৭২ লাখ টাকা। আগের কর্মদিবস সোমবার লেনদেন ছিল ৬২১ কোটি ৩৫ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৪ হাজার ৭৩৮ কোটি ৬৪ লাখ টাকা। আগের কর্মদিবস সোমবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৯১ হাজার ২৮৬ কোটি ৩৬ লাখ টাকা।
সূচক ডিএসইএক্স ৭৩ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭০২ দশমিক ৮২ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ২২ দশমিক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১১৪ দশমিক ৭৩ পয়েন্টে। ডিএসইএস সূচক ২০ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৩৫ দশমিক ৩৫ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৭৩টির বা ৬৮ দশমিক ৯৪ শতাংশ ও কমেছে ৭৬টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৪৭টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির ৩২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষে ওঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লিন্ডে বাংলাদেশের ৩১ কোটি ৩৯ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ২১ কোটি ৭২ লাখ টাকা, গ্রামীণফোনের ১৪ কোটি ৪৫ লাখ টাকা, এনআরবি ব্যাংকের ১৪ কোটি তিন লাখ টাকা, কনফিডেন্স সিমেন্টের ১৩ কোটি ৯৮ লাখ টাকা এবং আইএফআইসির ১১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে নিউ লাইন ক্লোথিংসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে ১০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ।