খান ব্রাদার্সের শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ায় তদন্তে বিএসইসি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার কারণ খুঁজতে তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার কারণ তদন্ত করে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দেওয়া হয়।
আজ রোববার (১৫ সেপ্টেম্বর) বিএসইসির সহকারী পরিচালক সৌরভ মল্লিকের সই করা এ সংক্রান্ত এক চিঠি ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার কাছে পাঠানো হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী গণমাধ্যমকে এ তথ্য জানান।
দীর্ঘ সময়ের পর খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম ওঠা-নামা নিয়ে তদন্তের নির্দেশ দিলো বিএসইসি। বিএসইসির এ সংক্রান্ত চিঠিতে উল্লেখ করা হয়, এটা লক্ষ্য করা যায় যে, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম এবং লেনদেনের পরিমাণ সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে ওঠানামা করেছে, যা অস্বাভাবিক এবং সন্দেহজনক।
এ পরিস্থিতিতে ডিএসইকে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের লেনদেন সম্পর্কে তদন্ত করার নির্দেশ দেওয়া হলো। উল্লেখিত কোম্পানির শেয়ারের দাম এবং লেনদেনের পরিমাণ এই ধরনের অস্বাভাবিক গতিবিধির পেছনের কারণ চিহ্নিত করার নির্দেশ দেওয়া হলো। চিঠি জারির তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে বিএসইসির সার্ভিল্যান্স বিভাগে তদন্ত প্রতিবেদন জমা দিতেও চিঠিতে নির্দেশ দেওয়া হয়।
অনুসন্ধানে দেখা যায়, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর গত ২৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে ৭৮ টাকা ৪০ পয়সা থেকে ১৭৬ টাকা ৫০ পয়সা হয়েছে। এসময়ের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ৯৮ টাকা ১০ পয়সা বা ১২৫ দশমিক ১৩ শতাংশ।