এক ঘণ্টায় লেনদেন ৮৪ কোটি টাকা, সূচকে পতন
সব ধরনের সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) শুরুর প্রথম এক ঘণ্টা দুই মিনিটে, অর্থাৎ বেলা ১১টা ২ মিনিটে লেনদেন হয়েছে ৮৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, লেনদেন শুরুতে ডিএসইতে শেয়ার ক্রেতার চাপ বাড়ে। এতে লেনদেনের প্রথম ১৪ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৩৭ পয়েন্ট। তখন ডিএসইএক্স সূচক অবস্থান করেছিল পাঁচ হাজার ৪৯০ পয়েন্টে। সেই সূচকের উত্থান গতি পরে কমে পতনে ফিরে আসে। লেনদেনের শুরুর প্রথম ৬২ মিনিটে সূচক ডিএসইএক্স ২১ দশমিক শূন্য পাঁচ পয়েন্ট পতন হয়ে দাঁড়ায় পাঁচ হাজার ৪৩২ দশমিক ৯৩ পয়েন্টে।
আলোচিত সময় ডিএসইএস সূচক দুই দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২১৬ দশমিক ৭২ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ১০ দশমিক ৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৭৭ দশমিক ১৭ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৬টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ারদর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে ইবনে সিনার শেয়ার। লেনদেন করেছে সাত কোটি ১৮ কোটি টাকা। এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংকের চার কোটি ৩৬ লাখ টাকা, গ্রামীণফোনের চার কোটি ৩২ লাখ টাকা, ইসলামী ব্যাংকের তিন কোটি ৮৬ লাখ টাকা, আফতাব অটোর দুই কোটি ৬০ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের দুই কোটি ৪১ লাখ টাকা, সোনারী আঁশের দুই কোটি ৩০ লাখ টাকা, ফার্স্ট সিকিউরিটি দুই কোটি ২১ লাখ টাকা, ওরিয়ন ফার্মার দুই কোটি ২০ লাখ টাকা এবং লাভেলো আইসক্রিমের এক কোটি ৮১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।